শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রায়ের পরে বেগম জিয়ার জনসমর্থন শতভাগে পৌঁছেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

স্বাধীনতার পরে বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী। আর আদালতের এই রায়ের আগে যদি তার সমর্থক ৫০ শতাংশ থেকে থাকে, তাহলে সেটা এখন বেড়ে হয়েছে ১’শ শতাংশ। আর এটা আমার কথা না সাধারণ মানুষের কথা এবং এটা দুর্নীতির মামলা না, এটা তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার। বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদ- দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে ৩ দিনের এক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর মধ্যে আজ ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা মহানগর, থানা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন হবে। আর ১৩ ফেব্রুয়ারি সারাদেশে অবস্থান কর্মসূচি এবং ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি বলেন, জেলা ও থানা পর্যায়ে গত পরশু দিন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। আর ঢাকার মতো আমাদেরকেও নানা ধরণের বাধার সম্মুখীন হতে হয়েছে। আর অফিসের সামনে শত শত পুলিশ এবং তার পাশে ছিল আওয়ামী লীগের ক্যাডারবাহিনী। এইজন্য আমরা বিএনপির কার্যালয় বাদ দিয়ে শহরের অন্য জায়গায় কর্মসূচি করেছি। আর সেখানে সাংবাদিকদের কাছ থেকে ফুটেজ সংগ্রহ করে সরকারি দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসে এবং তাদের মারধর করে। চোর-ডাকাত ধরা পড়লে যেভাবে গণপিটুনি দেওয়া হয় তাদেরকেও ওইভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তৃণমূলকর্মী মনে করছে উপজেলা ভোট, ইউনিয়ন কাউন্সিল ভোট বা থানা পর্যায়ের ভোটগুলোতে সাধারণত ক্ষমতার পরিবর্তন হয় না। আমার কথাই বলি আওয়ামী লীগ সরকার থাকলেও আমিই জয়ী হই। আর সরকার অচিরেই পার্লামেন্ট নির্বাচন করতে পারে। তাই আমরা আমাদের শক্তিকে ক্ষয় করতে চাই না। আমরা অপেক্ষা করছি আগামী পার্লামেন্ট নির্বাচনের। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পূর্বাশানিউজ/১২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি