শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আবার স্থান পাল্টে বিএনপির অবস্থান কর্মসূচি নয়াপল্টনে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক

দুর্নীতির মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচির স্থান আবার পাল্টানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।

আজ মঙ্গলবার এই অবস্থান কর্মসূচির ঘোষণা এসেছিল গত শনিবারের প্রতিবাদ এর পর। সেদিন সোমবার মানববন্ধন, মঙ্গলবার অবস্থান এবং বুধবার অনশনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর সেখানেই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

তবে পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কর্মসূচিটি পালিত হবে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে।

তবে মঙ্গলবার সকালে রিজভী জানান, নেতাকর্মীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করবেন। এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে আছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রমনায় কর্মসূচি পালনে পুলিশের অনুমতি না মেলায় তারা স্থান পাল্টানে বাধ্য হয়েছেন।

সকাল ১০টা ২০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে একথা জানানো হয়।

ইতিমধ্যে নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান করতে শুরু করেছেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর তাকে নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, মামলার সারবত্ত্বা না থাকলেও সরকারের হস্তক্ষেপে এই রায় এসেছে। আর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের প্রস্তুতির পাশাপাশি রাজপথেও কর্মসূচি পালন করছে দলটি। তবে এবার ‘হঠকারী’ কোনো কর্মসূচি দিতে খালেদা জিয়া নিজে নিষেধ করে গেছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি ঘোষণা করেন।

রায়ের আগে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সাজা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। তবে এখন তারা জনসম্পৃক্ত ও ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতেই সাবেক প্রধানমন্ত্রীকে মুক্ত করার কথা বলছেন।

পূর্বাশানিউজ/১৩ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি