শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফারমার্স ব্যাংকে মিটিং-এ সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ


ফারমার্স ব্যাংকে মিটিং-এ সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক

ফারমার্স ব্যাংকের সমস্যা নিয়ে মিটিং করছে বাংলাদেশ ব্যাংক। এ মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ফারমার্স ব্যাংকের কর্মকর্তা ও পরিচালক উপস্থিত আছেন। এ মিটিংয়ের মাধ্যমে নির্ধারণ হবে ফারমার্স ব্যাংকের পরবর্তী পরিচালনা কর্মপদ্ধতি। তবে মিটিং-এ সাংবাদিকদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ফারমার্স ব্যাংকে মূলধন ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত আজকের এই মিটিংয়ের মাধ্যমে বা মূলধন ঘাটতি পূরণে সিদ্ধান্ত নেওয়া হবে।

এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১১’শ কোটি টাকা ফারমার্স ব্যাংকে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ব্যাংকটির নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজকের এই বৈঠকে।

পূর্বাশানিউজ/১৩ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি