শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রশ্নফাঁসের জন্য দায়ী অভিভাবকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

প্রশ্নফাঁসের জন্য অনেকখানি দায়ী অভিভাবকরা। পরীক্ষায় ভালো ফলাফলের আশায় নিজ সন্তানদের হাতে টাকা দিয়ে প্রশ্ন কিনতে সাহায্য করছেন অভিভাবকরা। উপযুক্ত কার্যকর ব্যবস্থা নেয়া হলেও অভিভাবকরা যদি সচেতন না থাকে তাহলে কোন ব্যবস্থাই কাজে আসবে না বলে মনে করেন শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদুল খবির চৌধুরী।

সকাল ৯টা ৫ মিনিট রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে কয়েকজন অভিভাবক তাদের সন্তানকে প্রশ্নফাঁস চক্রের কাছ থেকে প্রশ্ন কিনে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রশ্ন দেখাচ্ছেন তারা।

প্রশ্ন কিনে অভিভাবকরা তাদের সন্তানদের সাহায্য করছে এই বিষয়টি তারা অস্বীকারও করছে। এমন অনৈতিক কাজে সন্তানদের কিছু কিছু অভিভাবকের সহযোগিতাই প্রশ্নফাঁসের ঘটনা চরম পর্যায়ে নিয়ে গেছে বলে মনে করেন অনেকে।

প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িতরা বলেন, প্রশ্নফাঁস রোধের কোনো ব্যবস্থাই কার্যকর হবে না। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের চাহিদা থাকবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদুল খবির চৌধুরী বলেন, যত কার্যকর ব্যবস্থাই গ্রহণ করা হোক না কেন অভিভাবকরা সচেতন না হলে কোনো ব্যবস্থাই কাজে আসবে না।

শুধু ভালো সিজিপিএর জন্য প্রশ্নফাঁসে উৎসাহ দিয়ে অভিভাবকরা নিজের সন্তানদের যে ক্ষতি করছেন তা কখনোই পূরণ হবার নয় বলে মনে করেন শিক্ষাবিদরা।

পূর্বাশানিউজ/১৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি