শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদাকে বাদ দিয়েও ভোটে আসতে পারে বিএনপি: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েও বিএনপি নির্বাচনে যেতে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় বিএনপি ঐক্যবদ্ধ বলে দলের নেতারা যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তিনি বলেন, ‘এই ঐক্যবদ্ধ বিএনপিকেই আমরা নির্বাচনে চাই।’

৭ মার্চ ঢাকায় আওয়ামী লীগের সমাবেশকে সামনে রেখে রবিবার রাজধানীতে দলের ঢাকা মহানগর, জেলা, পাশ্ববর্তী জেলা, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন কাদের।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। বিএনপি এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করে বলছে, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতেই এই রায় দেয়া হয়েছে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানাচ্ছেন কোনো কোনো নেতা।

বিএনপি নেতাদের বক্তব্যকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরাই বলছে, খালেদা জিয়া জেলে যাওয়াতে তাদের দল আগের চেয়েও শক্তিশালী। তাঁর অনুপস্থিতিতে যে দল এত ঐক্যবদ্ধ, শক্তিশালী সেই দলের নির্বাচনে যেতে অসুবিধা কি? এই ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপিকে নিয়েই আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই।’

‘তবে বেগম জিয়াকে বাদ দিয়েও তাঁরা নির্বাচনে যেতে পারেন, তা তাঁরা বলে দিয়েছেন।’

বিএনপিতে এখন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দুটি ধারা চলছে দাবি করে কাদের বলেন, ‘ফখরুল ইসলাম কখন আবার কান্নাকাটি শুরু করেন! তারা তো দুই জনে (মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী) দুই ধরনের প্রেস ব্রিফিং করেন। তাঁরা নিজেরাই নিজেদের উস্কানি দেন। একজন বেগম জিয়ার পক্ষে আমরা শুনি। আরেকজন লন্ডনের আদেশে চলে। এখন কে যে কী বলে!’।

শান্তিপূর্ণ শব্দে অক্ষমতা ঢাকছে বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন ওবায়দুল কাদের। তাঁর দাবি, বিএনপি আন্দোলন গড়ে তুলতে অক্ষমতা ঢাকতে শান্তিপূর্ণ শব্দের ব্যবহার করছে।

গত ২৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়ের তারিখ ঘোষণার দিনই খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বালানোর ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে কারাগারে নিলে সেদিন থেকেই সরকার পতনের আন্দোলনের হুমকি দিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

রায়ের আগেই ৩০ জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করে দলের আটক দুই নেতাকে ছিনিয়ে নেয়ার পাশাপাশি ভেঙে দেয়া হয় পুলিশের একটি রাইফেল।

তবে রায়ের পর বিএনপি কর্মসূচি দেয় ‘শান্তিপূর্ণ’। দলের পক্ষ থেকে জানানো হয়েছে রায়ের আগের দিন খালেদা জিয়া তাদেরকে হঠকারী কোনো কর্মসূচি দিতে নিষেধ করেছেন। এ কারণে এখন অবধি বিক্ষোভ, প্রতিবাদ, মানববন্ধন, অবস্থান, অনশন, গণস্বাক্ষর, জেলা প্রশাসকদের কাছে স্বারকলিপি আর সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। এই ‘শান্তিপূর্ণ’ আন্দোলনেই সরকার পতনের উদাহরণ হবে বলে দাবি করেছেন মওদুদ আহমদ।

এর আগে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে বিএনপির কর্মসূচি ছিল ভীষণভাবে সহিংসতাপূর্ণ। তবে দুই বারই বিএনপি ঘরে ফেরে খালি হাতে। আর এরপর থেকে বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে কটাক্ষ করে আসছে ক্ষমতাসীন দল।

খালেদার মুক্তির দাবিতে বিএনপির ‘শান্তিপূর্ণ আন্দোলনকে’ ‘অক্ষমের’ কর্মসূচি হিসেবে দেখছেন ওবায়দুল কাদের। বলেন, ‘জোরাল কর্মসূচি দিতে পারে না বলে নিজেদের অক্ষমতাকে ঢাকার জন্য তাঁর শান্তিপূর্ণ শব্দটি ব্যবহার করছে। তারা যখনই সুযোগ পায় তখনই বিশৃঙ্খলা করছে। সেটাই তাদের আসল রূপ। এখন যা হচ্ছে সেটা হলো মুখোশ।’

‘যে দল এত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, তারা কীভাবে লন্ডনে দূতাবাসে হামলা চালিয়ে জাতির পিতার ছবি ভাঙচুর করে, কর্মকর্তা-কর্মচারীর উপর হামলা করে? কীভাবে প্রিজন ভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেয়, তারা আবার এখন শান্তিপূর্ণ কর্মসূচি দেয়।’

বিএনপির গঠনতন্ত্র সংশোধন কেন?’

মামলার রায়ের আগেই বিএনপির গঠনতন্ত্র সংশোধন করে আদালতে দণ্ডিতদেরকে দলের সদস্য হতে নিষেধাজ্ঞার বিষয়টি বাদ দেয়া নিয়েও প্রশ্ন তুলেন ওবায়দুল কাদের। তার মতে, এই সংশোধনেই প্রমাণ হয়েছে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।

‘আমি বিএনপির কাছে একটা প্রশ্নের জবাব চাই। সেটা হচ্ছে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হবে, এ সংবাদ প্রকাশের পর রায়ের ১০ দিন আগে কী কারণে রাতের অন্ধকারে বিএনপির গঠনতন্ত্র থেকে সাত ধারা বাতিল করা হলো?’

‘বিএনপির চেয়ারপাসন কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদে আদালতের রায়ে স্বীকৃত দুর্নীতিবাজ, বিদেশে পলাতক তারেক রহমানের অসুবিধা হয়নি। কারণ তাদের গঠনতন্ত্র অনুযায়ী দুর্নীতিবাজ নেতারা তাদের পদে আসতে পারবেন।’

‘তারেক রহমানের মতো দণ্ডিত, দুর্নীতিবাজ, পলাতককে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার জন্যই কি তড়িঘড়ি করে দলের সাত ধারা পরিবর্তন করা হয়েছে?’।

‘আমাদের দলের গঠনতন্ত্রে ছোট্ট একটা শব্দ বাদ দিতে হলেও কাউন্সিল লাগে। রাতের অন্ধকারে বাদ দেয়া যায় না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/১৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি