শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মুখোশ পড়েছে: ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মুখোশ পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে ধানমন্ডিতে ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বিএনপির কার্যক্রমে যে শান্তিপূর্ণ বলা হচ্ছে, এটা তাদের আসল ছবি না। তারা দূতাবাসে, জাতির পিতার ছবিতে হামলা চালিয়েছে। প্রিজন ভ্যান থেকে আসামিকে ছিনিয়ে নিচ্ছে, পুলিশের ওপর হামলা করছে—এটাই হচ্ছে বিএনপির চিত্র।

৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সফল করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগে আমরা সুশৃঙ্খল সমাবেশ করেছিলাম, এবার আগের কিছু ক্ষুত সংশোধন করে আরো অনেক বেশি সুশৃঙ্খল সমাবেশ করবো।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের প্রধান হাতিয়ার হবে তরুণ ভোটাররা, প্রথমবারের ভোটাররা এবং নারী ভোটাররা। এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেটাকে লক্ষ রেখে আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

পূর্বাশানিউজ/১৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি