শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন দলের আবেদনের পর্যালোচনা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আসন্ন একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধ পেতে আগ্রহী নতুন দলগুলো যোগ্য কিনা তা যাচাইয়ে আবেদন পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন।

চলতি বছরের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হবে। নিবন্ধিত দলগুলোরই ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকবে। গেল ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে ৭৬টি দল। যাচাই বাছাইয়ের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে নিষিদ্ধ দলগুলোর তথ্য চেয়েছে সাংবিধানিক সংস্থাটি।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নতুন রাজনৈতিক দলের বিষয়ে আপত্তির নিষ্পত্তি শেষে ফেব্রুয়ারিতে আবেদন যাচাই বাছাই করে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে। নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মার্চে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক দলের সব তথ্য যাচাই শেষে তা কমিশনে উপস্থাপন করা হবে। শর্ত পূরণ করা যোগ্য দলগুলোকে আগামী মাসে নিবন্ধন দেওয়া হবে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা জানান, নিবন্ধন যাচাই-বাছাই কমিটির প্রথম বৈঠক হয় ১৫ ফেব্রুয়ারি। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের নিষিদ্ধ ঘোষিত দলগুলোর তালিকা চাওয়া হয়েছে। আবেদন করা দলগুলোর মধ্যে নিষিদ্ধ থাকলে তা বাদ দেওয়া হবে।

গত বছর মার্চে উগ্রপন্থি ইসলামী সংগঠন ‘আনসার আল ইসলামের’ সব ধরনের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করে। গত ১২ বছরে মোট সাতটি সংগঠনকে জঙ্গি তৎপরতা ও উগ্রপন্থি কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ।

নিষিদ্ধ ঘোষিত অন্য ছয় সংগঠন হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর নাম বদল করে গড়া নতুন রাজনৈতিক দল ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি) ইসিতে আবেদন করেছিল। দলটির গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাদের নিবন্ধন দেওয়া হয়নি।

দলটির বিরুদ্ধে অভিযোগ ছিল, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির নাম পরিবর্তন করে ওই দল গঠন করা হয়েছে।

এবার ৭৬টি দল নির্বাচন কমিশনে আবেদন করলেও আলোচনায় রয়েছে চারটি দল। এর মধ্যে রয়েছে- মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, জাসদের একাংশ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এবং ববি হাজ্জাজের এনডিএম।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নতুন কোনো দলকে নিবন্ধন পেতে হলে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ [২১টি] প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে। সেই সঙ্গে অন্তত ১০০ উপজেলা/মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। ২০০৮ সাল থেকে এ নিয়ম চালুর পর বর্তমানে দেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে জামায়াতে ইসলামী ও ফ্রিডম পার্টি নিবন্ধন পেলেও পরে তা বাতিল হয়ে যায়।

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

পূর্বাশানিউজ/ ২৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি