শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীর ভোট চাওয়ায় আইনি বাধা নেই: ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি বিভিন্ন সমাবেশে নৌকার পক্ষে ভোট চাওয়ায় বিএনপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছে, রাজনৈতিক দল চাইলে যে কোন সময়ই ভোট চাইতে পারে; তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ায় আইনি কোন বাধা নেই। এক্ষেত্রে কমিশনের কিছু করার নেই তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এমন পরিস্থিতি এড়ানো যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চলতি বছর শেষে জাতীয় নির্বাচন। আর তাই বছরের শুরু থেকেই রাজশাহী, সিলেট, বরিশাল এবং সবশেষ খুলনায় প্রাক নির্বাচনী সমাবেশে নৌকার জন্য ভোট চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিএনপি বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি। সরকারি খরচে নির্বাচনী প্রচারণার এসব সফরের যৌক্তিকতা জানার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে দলটি।

নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো চাইলে যেকোন সময়ই ভোট চাইতে পারে এক্ষেত্রে কমিশনের বিধি-লঙ্ঘনের কোনো বিষয় নেই।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাহাদাত হোসেন চৌধুরী বলেন, কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের এখতিয়ারের বাইরে। যে কোন রাজনৈতিক দল তারা তাদের প্রচারণা চালিয়ে যেতে পারে।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রচারণা চালাতে কমিশনের কিছু করার না থাকলেও প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের বিষয়গুলো নেই। সরকার যে সুযোগ পায় তার থেকে বেশি সুবিধা নিয়ে ফেলে। নির্বাচন কমিশনের এখানে আইনগত ভাবে কিছু করার নেই।

এমন পরিস্থিতি এড়াতে কমিশন চাইলে সংশ্লিষ্ট দলকে অনুরোধ করতে পারে বলে মত সাবেক এই নির্বাচন কমিশনারের।

পূর্বাশানিউজ/ ০৪ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি