শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে জাফর ইকবালের ওপর হামলা’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিতে ক্ষুব্ধ জনতার দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সোমবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘জাফর ইকবালের ওপর হামলার পেছনে বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তাতে জাতি বিস্ময়ে বাক্যহারা হয়ে গেছে।’

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের কথা শুনে সারা জাতি বিস্ময়ে বাক্যহারা। তবে জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল। তাই ওবায়দুল কাদেরের বক্তব্যকে পুঁথি সাহিত্যে বর্ণিত উদ্ভট ও সামঞ্জস্যহীন কাহিনির মতো মনে করে।’

‘জনমানসকে বিভ্রান্ত করতেই মোক্ষম চাল হিসেবে বিএনপির ওপর এই দায় চাপানো হয়। আর এভাবে প্রতিটি ঘটনায় বিএনপির ওপর অন্যায় দায় চাপিয়ে প্রকৃত অপরাধীকে খুব সুপরিকল্পিতভাবে আড়াল করে রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়তই দেখছি-জঙ্গিদের আক্রমণে মানুষ খুন হওয়ার সাথে সাথে তা বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করা হয়েছে, তাতে দেশবাসী মনে করে সরকারই এগুলির নেপথ্য কারিগর। সমাজে সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে খুন-জখম করার পর এই যে দ্রুত বিএনপির ওপর দায় চাপানো তাতেই মনে হয়-এদেশের সব জঙ্গি হামলায় সরকারি পৃষ্ঠপোষকতা ছিল।’

বিএনপি নেতা বলেন, ‘তা না হলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি, তদন্ত হয়নি, প্রকৃত অপরাধী শনাক্ত করা হয়নি। অথচ এসব রক্তাক্ত ঘটনায় চটজলদি আওয়ামী নেতারা বিএনপির ওপর দায় চাপিয়ে দেয়।’

তিনি বলেন, ‘অনর্গল, উড়ো, অবান্তর প্রচারে নিরন্তর নিবেদিত নেতা ওবায়দুল কাদের। আওয়ামী নেতারা হরদম বিরোধীদলের বিরুদ্ধে এমন কল্পকাহিনি প্রচার করেন শুধুমাত্র নিজেদের নানাবিধ পাপ ঢাকার জন্য।’

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি