রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভাঙ্গনের মুখে মোদি মন্ত্রীসভা, পদত্যাগ করতে যাচ্ছেন ২ মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

অন্ধ্র প্রদেশকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করায় পদত্যাগ করতে যাচ্ছেন মোদি সরকারের মন্ত্রীসভার দুই সদস্য। প্রতিশ্রুতি অনুযায়ী অন্ধ্র প্রদেশ এতদিনও ‘বিশেষ মর্যাদা’ না পাওয়ায় তার প্রতিবাদে দলের দুই প্রতিনিধিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টির (টিডিপি) দুই সদস্য অশোক গজপতি রাজু কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এবং ওয়াইএস চৌধুরী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোদির মন্ত্রিসভায়। বুধবার এই দুই মন্ত্রীর কাছে পদত্যাগের নির্দেশ পাঠিয়ে দিয়েছেন দলীয় প্রধান চন্দ্রবাবু।

অন্ধ্রপ্রদেশ ভেঙে আলাদা তেলেঙ্গানা প্রদেশ করা সময় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল ‘বিশেষ মর্যাদা’ পাবে অন্ধ্র। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই মর্যাদা পায়নি রাজ্যটি।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এক বক্তব্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, কেন্দ্র কোনও রাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দেবে না। তার জেরেই টিডিপি এই সিদ্ধান্ত নিল।

পূর্বাশানিউজ/ ০৮ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি