শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকার নতুন ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে : অামীর খসরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী অামীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের পছন্দ অপছন্দে সরকারের কিছু অাসে যায় না জনগণের উপর কোন অাস্থা নাই সরকারের । জনগণকে উন্নয়নের নাম দিয়ে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার নতুন ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে সরকার।

বৃহস্পতিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ অায়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র এবং বিপন্ন অাইনের শাসনঃ বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অাজ উন্নয়নের মিছিল হচ্ছে উন্নয়নটা কার হয়েছে অাওয়ামী লীগের ও সরকারের। জনগণের কোন উন্নয়ন হয়নি। সাধারণ মানুষ অায়ের সাথে ব্যয়ের হিসাব মিলাতে পারছে না, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে।

তিনি অারও বলেন, টাকা প্রচার হয়ে যাচ্ছে ব্যাংক লুট হয়ে যাচ্ছে তার পূরণ করতে টেক্স বাড়ানো হচ্ছে। এরশাদও এমন উন্নয়নের কথা বলতো অাইয়ুব খানও এমন উন্নয়নে কথা বলেছিল তা বলার পর দেশই স্বাধীন হয়েছিল।

বিএনপির এইনেতা অভিযোগ করে বলেন, সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সরকার ধব্বংস করে দিয়েছে। একটি দেশকে ধব্বংস করার অার কিছু বাকি রাখেনি সরকার। নতুন কোন সরকার অাসলেও দেশ পরিচালনা করা কঠিন হয়ে যাবে। জনগণ দেশ চালাবে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে কোন গোষ্ঠি দেশ চালাতে পারেনা।

পূর্বাশানিউজ/ ২২ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি