শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শাহজালালে ইউএস বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইউএস বাংলার মালয়েশীয়গামী একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার সকাল নয়টার দিকে উড্ডয়নের পর ফুয়েল ফিল্টারে সমস্যা দেখা দিলে ২৫ মিনিট পর বিমানটি ফিরে আসে বলে জানা গেছে।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, বোয়িং ৭৩৭ বিমানটি শাহজালাল থেকে উড্ডয়নের পর ফুয়েল ফিল্টারে সমস্যা দেখা দিলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে বড় ধরণের কোনো ত্রুটি ধরা পড়েনি। তবে ফ্লাইটটিতে কতোজন যাত্রী ছিলেন নিশ্চিত করতে পারেনি সূত্র।

এ ব্যাপারে ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ফুয়েল ফিল্টার বাইপাস ওয়ার্নিং লাইট দেখানোর কারণে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফ্লাইটটি অবতরণ করেছেন। চেক করার পর কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে আবার এটি আবার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে।

পূর্বাশানিউজ/ ২৪ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি