রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কৌশল করেই কম দামে গেইলকে কিনেছে পাঞ্জাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্যান্ড হলেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গুলোতে সবসময়ই তার দর আকাশচুম্বি। কিন্তু সেই গেইলই আইপিএলের এবারের নিলামে সবচেয়ে অবহেলিত ছিল। নিলামে কোনো দলই তাকে কিনতে চায়নি। তিনবার নিলামে উঠার পর শেষের দিকে গেইলকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দলে ভেড়ায় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে না কেনার কারণ জানতে চাওয়া হলে পাঞ্জাব কোচ শেবাগের জানান কৌশল করে গেইলকে কম দামে নিতেই অপেক্ষায় ছিলেন তারা।

আইপিএলের শুরুর অবহেলিত গেইল নিজের ব্যাটেই সব জবাব দিলেন। বুজালেন গেইল ফুরিয়ে যায়নি। সময়মত ব্যাট হাতে ঠিকই বোলারদের বেশ পেটান তিনি। যার প্রমাণ আবারও দিলেন এই ক্যারাবিয়ান ব্যাটসম্যান। ১১তম আসরের প্রথম সেঞ্চুরি করেই নিজের নাম চেনালেন। এটি তার-টোয়েন্টি ক্যারিয়ারে তার ২১তম সেঞ্চুরি। তার এই ইনিংসের কাছেই হেরে যায় সাকিব আল হাসানের হায়দ্রাবাদ।

গেইলকে দেরিতে কেনার বিষয়ে পাঞ্জাব কোচ বীরেন্দ্রর শেবাগ জানান,‘গেইলের মতো এন্টারটেইনার আর কেউ হবে না। এটা আসলে একটা কৌশল ছিল। কারণ আমাদের আরও খেলোয়াড় কিনতে হয়েছে। প্রথমেই তাকে নিলে আমাদের অনেক বেশি খরচ পড়তো।’

৩৮ বছর বয়সী গেইলকে দলে নেয়া নিয়ে শেবাগ আরো বলেন,‘গত আসরে পিঠের ব্যথার জন্য সে অনেকগুলো ম্যাচ মিস করেছে। তাকে একাদশে বিরাটও রাখেনি। তাই আমি ভেবেই নিয়েছিলা, এবার কেউ তাকে কিনবে না। কারণ তার বয়স আমার সমান। আমি ভেবেছি, যদি আমরা তাকে দলে নি তাহলে আমাদের মার্কেটিংটা ভালো হবে। সবাই ক্রিস গেইলকে পছন্দ করে। এখন তো সে আমাদের বড় সম্পদ।’

পূর্বাশানিউজ/ ২১এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি