সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢামেকে মৃতঘোষিত নবজাতক জীবিত, আছে লাইফ সাপোর্টে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতককে মৃত ঘোষণার পর কবরস্থানে নিয়ে যাওয়া শিশুটি জীবিত রয়েছে। নবজাতকটিকে এখন ঢাকা শিশু হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। নবজাতকটির স্বজনরা জানান, সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ে শিশুটির জন্ম হয়। পরে সকালে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর নবজাতকটিকে কবর দেয়ার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান তার স্বজনরা।

তারা জানান, তার নাম রাখা হয় মীম। সেখানে গোসল করানোর সময় শিশুটি নড়ে উঠে। তখন বুঝতে পারেন শিশুটির হার্ট সচল আছে। মুহূর্তেই তার মধ্যে জাগে আশার আলো। কবরস্থান থেকে শিশুটিকে নেয়া হয় আজিমপুরের একটি হাসপাতালে। সেখানে গিয়েই ডাক্তারদের কথায় আশা আরও বাড়ে শরিফুলের। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে শ্যামলী শিশু হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার ডাক্তাররা জানান, শিশুটি জীবিত।

শরিফুল ইসলাম নামে শিশুটির মামা জানান, শিশুটির মা এখনও ঢাকা মেডিকেলে ভর্তি। তার স্বজনরাও আছেন সেখানে। ফোনে এই তথ্যটি জানিয়ে দেয়া হয়েছে তাদের। আর সেখানে সবার মনে এখন খুশির হাওয়া।

আজিমপুর কবরস্থানের গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী জানান, গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন নবজাতকটির শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে। পরে অফিসে দৌড়ে খবর দিলে মোহরারসহ উপস্থিত সকলে ছুটে যান। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন নবজাতক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। ঢামেকের ডেথ সার্টিফিকেটে নবজাতক মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে তার বাবার নাম লেখা হয়েছে মিনহাজ। ঠিকানা- ধামরাই ঢাকা লেখা হয়েছে।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসার ডা. মো. আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, শিশুটিকে বর্তমানে কার্ডিয়াক আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা যে খুব একটা ভালো তা বলা যাবে না। তবে তাকে যে অবস্থায় এখানে (ঢাকা শিশু হাসপাতাল) আনা হয়েছিল তার চেয়ে ভালো আছে।

তিনি বলেন, তার হার্টবিট খুবই কম, শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। সাত মাসে ভূমিষ্ঠ হওয়ায় তার ওজনও কম, মাত্র এক কেজি। শরীরে রক্ত শূন্যতা আছে। নাভি দিয়ে রক্ত বের হয়েছে, এখানে নিয়ে আসার পর তা বন্ধ করা হয়েছে। একটু সুস্থ হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে।

পূর্বাশানিউজ/ ২৩এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি