সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হবিগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৮


ডেস্ক রিপোর্ট :

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ডাক দেওয়া বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর মালিক গ্রুপ। আজ দুপুর ১টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়ার প্রতিবাদে শুক্রবার (৪ মে) রাত ১০টায় সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

উল্লেখ্য, হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় অবস্থিত এম হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশনে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিদিন শতশত অটোরিকশা গ্যাস নেয়। এতে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ‘বিষয়টি আরটিসি’র মিটিংয়ে উত্থাপন করা হলে অটোরিকশা যাতে এ ধরনের ব্যারিকেড সৃষ্টি করতে না পারে সেজন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে অটোরিকশা অবাধে ব্যারিকেড সৃষ্টি করে গ্যাস নেওয়া অব্যাহত রাখে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পূর্বাশানিউজ/৫ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি