রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মহেশখালীতে র‌্যাবের অভিযান, ‘অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৮


স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের মহেশখালীতে অভিযানে ‘অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পেয়েছে বলে র‌্যাব দাবি করেছে। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এ অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এ ঘটনায় র‌্যাব দুইজনকে আটক করেছে। তারা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে রাত ১১টার দিকে উপজেলার হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায় বলে তিনি জানান।

কারখানা থেকে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম নামের দুইজনকে আটক করা হয়েছে। আরও কারখানা রয়েছে কিনা সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি