রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার মুক্তি এবং সহায়ক সরকারের দাবিতে কঠোর কর্মসূচির ঈঙ্গিত দিলেন ফখরুল


খালেদা জিয়ার মুক্তি এবং সহায়ক সরকারের দাবিতে কঠোর কর্মসূচির ঈঙ্গিত দিলেন ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৮


ডেস্ক রিপোর্টঃ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সহায়ক সরকারের দাবিতে কঠোর কর্মসূচির ঈঙ্গিত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জ আওয়ামী লীগের আমাদের নয়। আওয়ামী লীগের চ্যালেঞ্জ জনগণ। তারা কিভাবে জনগণকে মোকাবেলা করবে।

মঙ্গলবার(২৮ আগস্ট)দুপুরে নয়াপল্টনে দলের যৌথভাবে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

দীর্ঘদিন ধরে আপনাদের কারাবন্দি চেয়ারপারসনের মুক্তির দাবিতে কোন কর্মসূচি দিচ্ছেন না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,’আমাদের প্রতিদিন কোন না কোন কর্মসূচি থাকে, আবারো কর্মসূচি আসছে, সময় মতো জোড়ালো কর্মসূচি আসছে। ঠিক সময়ে পাবেন কেমন কর্মসূচি আসছে।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন,’আমরা বারবার বলছি আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে।এটা আমাদের প্রথম শর্ত, নির্বাচন করতে হলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে। নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে পুর্নগঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, একই সঙ্গে সমস্ত দলকে সমান সুযোগ দিতে হবে,সেনা বাহিনী মোতায়েন করতে হবে।

তিনি বলেন,’ নির্বাচনী চ্যালেঞ্জ আওয়ামী লীগের, তারা জনগণ টেকাতে পারবে কিনা। আমাদের নয়, আওয়ামী লীগের চ্যালেঞ্জ হচ্ছে জনগণ, কারণ জনগণ তাদের ভোট দেবে না।যার কারণে তারা যত রকমের দুষ্টামি আছে সব রকমের দুষ্টামি শুরু করেছে,আমরা ইভিএমকে না বলেছি, তারা ইভিএম আনবে,পুলিশকে বলা হচ্ছে এরেস্ট করা জন্য, আমি বলবো নির্বাচন যদি করতে চান সবাইকে মুক্ত করে নির্বাচন করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব যৌথসভায় গৃহীত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর সকালে ঢাকাসহ সারা দেশে দলীয় পতাকা উত্তোলন, সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে জনসভা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান রিজভী। তার জন্য পুলিশের কাছে অনুমতির আবেদনও করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ২ সেপ্টেম্বর বেলা ৩টায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করারও সিদ্ধান্ত হয়।

রিজভীর কর্মসূচি ঘোষণার পর বিএনপি মহাসচিব বক্তব্যে বলেন, দেশ যখন নেতৃত্বশূন্য হয়ে পড়ে এবং যখন মহাসংকটে। ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেন। তিনি আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই আজকের বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীতে যে ১১টি দেশ উন্নত হতে চলেছে তার মধ্যে বাংলাদেশ একটি। তার পেছনে রয়েছে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অনবদ্য অবদান। আজ দুর্ভাগ্য আমাদের। যে মহিলা জনগণের জন্য ত্যাগ করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি আজ কারাগারে। যে আওয়ামী লীগ ৭৫ এ বাকশাল করে গণতন্ত্র ধ্বংস করেছিল তারাই জোরপূর্বক ক্ষমতা দখল করে দেশে পুনরায় স্বৈরশাসন কায়েম করেছে। আর গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছে।

আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে চায় জানিয়ে ফখরুল বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বিএনপি মানুষের হৃদয়ের দল। মানুষের ভালোবাসার দল। এই দলকে ধ্বংস করা যাবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি চিকিৎসার জন্য বিদেশে আছেন তার বিরুদ্ধে নতুন করে মামলা তৈরি করে সাজা দেয়ার চেষ্টা চলছে। কিন্তু তাতে ব্যর্থ হবে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা গণমাধ্যমের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু আফসুস আজকের কোনো প্রিন্ট মিডিয়ায় সে খবরকে গুরুত্ব দেয়া হলো না। আমি জানতে চাই কেন তা গুরুত্ব দেয়া হয়নি? আমরা জানি। আমরা গতকাল যে গ্রেনেড হামলা মামলায় তথ্য উপাত্ত দেয়া হয়েছে তাকে গুরুত্ব দেয়া হয়নি। কেন হলো না আমরা জানি। আপনাদের পেছন থেকে বলে দেয়া হয়েছে এটা এভাবে প্রকাশ করা যাবে না। কিন্তু জনগণ সব দেখছে। তারা সব জানে। জনগণ ফুঁসে উঠছে। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও সামনে আসবে। আর যারা আজকে আবারও গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, যিনি একুশে আগস্টে জড়িত না তাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে উল্টাপাল্টা বলা হচ্ছে। হিরক রাজার দেশের মতো আপনারা যা বলবেন তা হবে না। জনগণ ঘুরে দাঁড়াবেই।

যৌথ সভায় বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,আব্দুল আউয়াল খান,ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাধারন সম্পাদক কাজী আবুল বাশার,যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন,স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার,ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি