শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিরপেক্ষ হবে – বিশিষ্টজনের মতামত


ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিরপেক্ষ হবে – বিশিষ্টজনের মতামত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৮

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহার নিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি। অথচ ভোট গ্রহণের এই যন্ত্র উন্নত বিশ্বে ব্যবহার হয়ে আসছে আশির দশক থেকেই। এই যন্ত্রে ভোটগ্রহণ প্রক্রিয়া যেমন সহজ, তেমনি ফলাফল পাওয়া যায় এক ক্লিকেই। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতি ব্যবহার করায় জনগণের আশানুরূপ সাড়াও পাওয়া গেছে।

ইভিএম পদ্ধতিতে ভোটপ্রদান ও গ্রহণ প্রক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন বিশিষ্টজনরাও। তারা বলছেন, বিশ্ব যখন ডিজিটালাইজেশনের দিকে এগুচ্ছে তখন ইভিএম নিয়ে মতবিরোধের কোনো মানে হয় না।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জানিপপের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, ‘ইভিএম একটি আধুনিকতম প্রযুক্তি, এর সর্বোত্তম ব্যবহার আমাদের সকলের জন্য জরুরি।’

ড. কলিমুল্লাহ আরও বলেন, ‘আমাদের নির্বাচনে যে যন্ত্রটি ব্যবহার করা হয়েছে তা আমি নিজে হাতে কলমে দেখেছি। এটি শতভাগ ফুলপ্রুফ যন্ত্র বলা যেতে পারে। সুতরাং দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পণ্যের সর্বোত্তম ব্যবহার আমদের দেশের কল্যাণ বয়ে আনবে।’

জানা গেছে, নতুন এই পদ্ধতিতে শুধুমাত্র আঙ্গুলের ছাপ শনাক্ত হওয়ার পরেই ভোটাররা ভোট দিতে পারবেন। এটি জাল ভোট ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দাবি করছেন। মেশিন ভেঙে ফেললেও বা পানিতে ডুবিয়ে দিলেও ব্ল্যাকবক্সের মাধ্যমে প্রদত্ত ভোটের হিসেব পাওয়া যাবে। তারপও সংশয়ের শেষ নেই।

এই বিষয়ে ড. কলিমুল্লাহ ইভিএমের পক্ষে বলেন, ‘ইভিএম নিয়ে যেসব সংশয় সৃষ্টি হয়েছে তার প্রধান কারণ আমি মনে করি অজ্ঞতা, আর দ্বিতীয়ত হলো হুজুগে ভাব। তিনি বলেন, ‘চিলে কান নিয়ে গেছে ভেবে কান্নাকাটি করলে তো চলে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি