শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বের ৩৮টি দেশ হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তার চালায় : জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০১৮

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের ৩৮টি দেশ মানবাধিকার লঙ্ঘনসহ হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারের সঙ্গে জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এই ‘নির্লজ্জ’ দেশগুলো চরমভাবে অধিকারকর্মীদের ওপর বলপ্রয়োগ করে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, মিয়ানমার, সৌদিআরব, চীন, রাশিয়া, ইসরায়েল ও তুরস্ক।

জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস লেখেন, এই দেশগুলো মানবাধিকার কর্মীদের ওপর নজরদারী ও তাদের অপরাধে অভিযুক্ত করার মতো ঘৃণাত্মক কাজের সঙ্গে জড়িত। বিশ্বের সব সাহসী ব্যক্তিদের এর জন্য রুখে দাঁড়াতে হবে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৩৮টি দেশের মধ্যে ১৯টি দেশে সংকট ধারাবাহিকভাবে চলে আসছে ও ২৯টি দেশ নতুনভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হয়েছে। দেশগুলো হল, বাহরাইন, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কিউবা, কঙ্গো, দিজিবুতি, মিশর, গুয়েতেমালা, গুয়ানা, হন্ডুরাস, হাঙ্গেরি, ভারত, ইসরায়েল, কাজাকস্তান, মালদ্বীপ, মালি, মরোক্কো, মিয়ানমার, ফিলিপাইন, রুশ ফেডারেশন, রুয়ান্ডা, সৌদিআরব, দক্ষিণ সুদান, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

এই প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলোতে জাতীয় নিরাপত্তা সংস্থা এবং অপরাধ দমন কৌশলের অপব্যবহার করা হয়। এর মধ্যে কয়েকটি দেশই জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের বর্তমান সদস্য



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি