সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো! মাঠেই কেঁদে ফেললেন…


প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো! মাঠেই কেঁদে ফেললেন…


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অনেক কীর্তির পাশে জড়িয়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এবার অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্ম দিয়ে ইউরোপ সেরার এই টুর্নামেন্টে প্রথম লাল কার্ডটাও দেখে ফেললেন সিআর সেভেন।

হ্যাঁ বুধবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের এই পর্তুগিজ সুপারস্টার। প্রতিপক্ষ দলের খেলোয়াড় জেইসন মুরিলোর চুল টেনে ধরার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৫৪ ম্যাচে প্রতিনিধিত্ব করা সিআর সেভেনের এটাই প্রথম লাল কার্ড। আর ক্যারিয়ারের মোট ১১তম লাল কার্ড।

সুদীর্ঘ ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লাল কার্ড দেখে মাঠ থেকে বের হওয়ার সময় অশ্রু ধরে রাখতে পারেননি রোনালদো। এমন অপরাধে যে লাল কার্ডের শিকার হবেন তা যেন স্বপ্নেও কল্পনা করেননি সিআর সেভেন।

শুধু রোনালদো কেন? টেলিভিশন রিপ্লেতে দেখার পর রেফারির এই সিদ্ধান্তকে ‘কঠোর’ মনে করছেন ফুটবলবোদ্ধাদের অনেকেই।

সরাসরি লাল কার্ড দেখার শাস্তি হিসেবে পরের দুই ম্যাচে নিষিদ্ধ হতে পারেন সিআর সেভেন। যার ফলে ঘরের মাঠে ইয়ং বয়েজ এবং ওল্ড ট্র্যাফোর্ডে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকা পালন করতে হবে রোনালদোকে।

মঙ্গলবার থেকে শুরু হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুম। প্রথম দিনেই নজর কাড়েন লিওনেল মেসি। হল্যান্ডের চ্যাম্পিয়ন দল পিএসভি আইন্দোভেনের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন তিনি। সেইসঙ্গে রেকর্ড অষ্টম হ্যাটট্রিক করে রোনালদোকেও ছাড়িয়ে যান এলএম টেন। যে কারণে জুভেন্টাসের জার্সিতে রোনালদোর প্রিয় টুর্নামেন্টে অভিষেকটা কেমন হবে তা দেখার জন্য উন্মুখ হয়েছিলেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু দুর্ভাগ্য তাদের। প্রিয় তারকাকে দেখতে হলো চোখের জলে মাঠ ছাড়তে।

তবে জুভেন্টাস সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, ম্যাচটা হারেনি তারা। বরং ২-০ গোলের বড় জয়েই ইউরোপ সেরার মিশন শুরু করে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। মজার ব্যাপার হলো জুভেন্টাসের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। পেনাল্টিতে সফরকারীদের হয়ে গোল দুটি করেছেন মিরালেম পিয়ানিচ। প্রথমার্ধের ৪৫ আর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল দুটি করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি