শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন জোটের হামলায় ৬ কুর্দি যোদ্ধা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি এফ-১৫ যুদ্ধবিমানের হামলায় কুর্দি বাহিনীর ৬ যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। আরআইএ জানায়, কুর্দি যোদ্ধারা ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে যুদ্ধে যাওয়ার প্রাক্কালে এই হামলার শিকার হয়। কূটনৈতিক সূত্র জানায়, এটি দুর্ঘটনাবশত ঘটে গেছে। ‘সমন্বয় এবং পেশাদারিত্বের’ অভাব ছিল বলে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দের-আজ-জোর প্রদেশের হাজিন শহরের কাছে এই হামলা জঙ্গীবিরোধী অভিযানটিকে ব্যাহত করেছে। সেই সঙ্গে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সাথে সংঘাত সৃষ্টির আশঙ্কাও তৈরি করেছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসলামিক স্টেট জঙ্গিরা দের-আজ-জোর প্রদেশে একটি শরণার্থী শিবিরে আক্রমণ করেছে। শত শত মানুষকে জিম্মি করে রেখেছে। প্রায় ৭০০ জনকে অপহরণ করে ইউফ্রেটেস নদীর তীরে ২০০ কি.মি পূর্বে হাজিনে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমা দেশগুলোর বেশ কিছু নাগরিক চরমপন্থী দ্বারা জিম্মি হয়েছে বলে সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি