মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সাধারণ বন্দিদের সঙ্গে সাধারণ ওয়ার্ডে রয়েছেন ব্যারিস্টার মইনুল


সাধারণ বন্দিদের সঙ্গে সাধারণ ওয়ার্ডে রয়েছেন ব্যারিস্টার মইনুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার মইনুল হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাধারণ ওয়ার্ডে সাধারণ বন্দিদের মতোই থাকছেন।

মঙ্গলবার আদালতের আদেশের পর বেলা ৩টা ১০মিনিটে ব্যারিস্টার মইনুলকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জের জেলার মাহবুব আলম বলেন, কারাগারে পৌঁছার পর ব্যারিস্টর মইনুলকে সাধারণ ওয়ার্ডে সাধারণ বন্দিদের সঙ্গেই রাখা হয়েছে। সাধারণ বন্দিরা যে ধরণের সুবিধা পেয়ে থাকেন, মইনুলও একই সুবিধা পাবেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

মঙ্গলবার দুপুরের দিকে ব্যারিস্টার মইনুলকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কায়সারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি