শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৫৩ কোটি টাকার সার আত্মসাতে দুদকের মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ৫২ হাজার ৩৪৩ টন সার আত্মসাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক গুদাম ইনচার্জসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

বুধবার বগুড়ার আদমদিঘী থানায় সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- বিসিআইসির সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও গুদাম ইনচার্জ মো. নবির ও মেসার্স রাজা এন্টারপ্রাইজের মালিক মো. রাশেদুল ইসলাম রাজা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যহারের মাধ্যমে ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ২৪ জুন পর্যন্ত পরিবহন ঠিকাদার কর্তৃক সরবরাহকৃত ২ লাখ ৪২ হাজার ২৪৯.২৫ মেট্রিক টনের মধ্যে ৫২ হাজার ৩৪২.৮০ মেট্রিক টন সার আত্মসাৎ করেছেন। যার বর্তমান বাজার মূল্য ১৫৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭৫৩ টাকা। তারা আত্মসাতের উদ্দেশ্যে সান্তাহার বাফার গুদামের মল মজুত বইতে ১ লাখ ৮৯ হাজার ৯০৬.৪৫ মেট্রিকটন সার হিসাবভূক্ত করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি