শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘শেখ হাসিনা কাউকে না খাইয়ে ছাড়বেন না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: লেখক ও কলামিস্ট প্রভাষ আমিন বলেছেন, একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি; দাবি মানুন আর না মানুন; শেখ হাসিনা কাউকে না খাইয়ে ছাড়বেন না। তিনি পাতে তুলে তুলে পেটপুড়ে খাওয়াবেন। তাঁর আতিথেয়তার অনেক সুনাম আছে।

বৃহস্পতিবার একটি অনলাইন নিউজ পোর্টালে একথা লিখেছেন তিনি।

প্রভাষ আমিনের ভাষায়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। তিনি আব্দুস সোবহান গোলাপকে বলেছিলেন, দাওয়াত দিতে গিয়ে যেন ড. কামাল কী খাবেন, সেই মেন্যুটাও জেনে আসেন। ড. কামাল নাকি সেদিন শুধু চিজ কেকের কথা বলেছিলেন। সেই চিজ কেক তো থাকছেই। সাথে আরো ১৬ আইটেমের নামের তালিকা অনেকের জিভেই জল এনেছিল। কিন্তু সংলাপের আগের রাতে ঐক্যফ্রন্ট জানিয়ে দিয়েছে, তারা সংলাপে যাবে, তবে খাবেন না। তারা বলছেন, তারা আলোচনা করতে যাচ্ছেন, খেয়ে সময় নষ্ট করতে নয়।

কিন্তু তাদের আমন্ত্রণে শুরুর সময় উল্লেখ থাকলেও শেষের সময় নেই। তারা ৫ ঘণ্টা আলোচনা করে খেতে বসলে তো আর শেখ হাসিনা তাদের তুলে দেবেন না। চাইলে তারা শুরুতে খেয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারেন। দাওয়াতে যাবো, কিন্তু খাবো না; এটা হাস্যকর ছেলেমানুষি। তবে এটা ঐক্যফ্রন্টের অবস্থান নয়। বেগম জিয়াকে জেলে রেখে বিএনপি নেতারা গণভবনে খেতে চান না। এই অবস্থানটাই তারা ঐক্যফ্রন্টের ওপর চাপিয়ে দিয়েছে। আর ঐক্যফ্রন্ট সময় নষ্টের অজুহাত দিয়ে তা ঘোষণা করেছে। এই লেখায় অনেক যদি, কিন্তু, হতে পারে, ধারণা আছে।

তবে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি; দাবি মানুন আর না মানুন; শেখ হাসিনা কাউকে না খাইয়ে ছাড়বেন না। তিনি পাতে তুলে তুলে পেটপুড়ে খাওয়াবেন। তাঁর আতিথেয়তার অনেক সুনাম আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি