শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ জাপার সঙ্গে আসন ভাগাভাগির সংলাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: আজ সন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপ। সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ সংলাপে অংশ নেবেন। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকার পরেও তারা গত ৩১ অক্টোবর সরকারের সাথে সংলাপ করার চিঠি দেয়। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ৫ নভেম্বর এই তারিখ ধার্য্য করা হয়। জাতীয় পার্টির এই সংলাপকে সাধারণ মানুষ মনে করছে আসন ভাগাভাগির বৈঠক।

সংসদে বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন।

এছাড়া এরশাদ নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত। আজকের এই সংলাপে এরশাদে সঙ্গে অংশগ্রহন করবেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, অধ্যাপক দেলোয়ার হোসন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্জ সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি,মজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি,সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী,মাহমুদুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙা এমপি, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোট’র চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

গণমাধ্যমে পাঠানো তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি