শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আন্দোলন এখনো শুরু হয়নি,৭ তারিখের আলোচনা নির্ধারণ হবে: দুদু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন এখনো শুরু হয়নি। ৭ তারিখের আলোচনার পর দেশ কিভাবে চলবে, গণতন্ত্রে কিভাবে আমরা ফিরবো তা জাতীয় ঐক্যফ্রন্ট সেটা নির্ধারণ করবে।

সোমবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস্কক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, সামনে ৭ তারিখ সংলাপে বসবেন। একদিন আপনাদের ও আমাদের সাথে বসতে হতে পারে। একদিন আপনাদেরও দাবি করা লাগতে পারে।তাই আপনাদের ভূমিকার উপর নির্ভর করেছে দেশের মানুষ শান্তিতে থাকবে কিনা।

তিনি বলেন, আমরা পাচ বছর ধরে আলোচনার কথা বলেছি কিন্তু আপনারা সব সময় তা অস্বীকার করেছেন। কেনো করবেন না সেটিও বলেছেন। কিন্তু ১ নভেম্বর করবেন না, করবেন না, যাবো, যাবো না করে করেছেন। ছাড়বো না, ছাড়বো না, বলছেন কাকে ছাড়বেন না? খালেদা জিয়াকে! ছাড়তে আপনাকে হবেই। কিভাবে ছাড়াতে হয় তা আপনি ভালো করেই জানেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের উপর হামলার বিষয়ে দুদু বলেন, গ্রেফতার করেছেন, যেটি জামিন যোগ্য মামলা সেটি জামিন তো দেন নাই বরং তাকে রংপুরে নিয়ে আপনার কর্মী বাহিনীদের লেলিয়ে দিয়েছেন। তার উপর বন্দি অবস্থায় আক্রমণ করা হয়েছে। এগুলা ভালো দৃষ্টান্ত না। এ সব গণতান্ত্রীক শাসনের সাথে যায় না। এগুলা স্বৈরাশাষকের কাজ। আপনি নিজেকে গণতান্ত্রীক দাবি করেবেন স্বৈরাশাষকের কাজ করবেন দুইটা এক সাথে যায় না।

তিনি বলেন, আপানার পিতা শেখ মজিবুর রহমান গণতন্ত্রে সপক্ষে লড়ায় করার জন্য এক সময় জেলে ছিলেন। তিনি তো সারা জীবন জেলে থাকেননি। জেল থেকে বেরিয়েছেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাকশাল গঠন করার কারণে নিন্দিত হয়েছেন। তাহলে আপনার প্রতিদন্ধিকে নির্বাচনে পরাজিত না করে মিথ্যা মামলায় তাকে কেন জেলে রাখবেন। আপনি কি তাকে ভয় পান। ভয় পেতেই পারেন কারণ আপনার শাসনকালে যে অপকর্ম ঘটছে সেটা আপনিও জানেন দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। আড়াল করার কিছু নাই।

বিএনপির সাবেক এই নেতা বলেন, আজকে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ পাচ থেকে ছয়শতাধিক গুম অথবা নিখোঁজ। এখন আপনি যদি মনে করেন আপানার শাসনকালের পরে আর কোন শাসনকাল নাই সেটা ভুল করবেন। সে শাসনকাল যখন পরিবর্তন হবে তখন তো আমরা আমাদের নেতাকর্মী যারা গুম, খুন হয়েছে তাদের ফেরত চাইবো। ফেরত যদি না দিতে পারেন আসামির কাটগরায় আপনাকে দাঁড়াতে হবে। তখন যদি আপনি বিচারে সাজা মুক্ত হন ছাড়া পেয়ে যাবেন।

তিনি বলেন, আপনি তো গণতান্ত্রীক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দাবিদার। সংবিধানের কথা আপনি সকাল থেকে রাত পর্যন্ত যতোবার বলেন অন্যকেউ এতোবার বলে না। কিন্তু সংবিধানে আমার বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে,লেখার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সভা, সমাবেশে নিশ্চিত করা হয়েছে, আপনি তো সেটা মানেন না। ডিজিটাল নিরাপত্তা নামের যে আইন করেছেন তা সংবিধানে সাংঘষিক এই আইন। আপনি তা পাশ করিয়েছে।

কারা বন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, স্বাধীনতা ঘোষকের পরিবার আজ আওয়ামী লীগ শাসনকালে নিচ্ছিন্ন করার মহা পরিকল্পনার একটা অংশ। সারা দেশে নব্বই হাজারের অধিক যে মামলা হয়েছে। যার আসামী প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ। জেলে এখন কারাবন্দি আছেন তাদেরকে মুক্তি দেন।

তিনি বলেন, কবিরা জানে পঞ্চাশ বছর পর কি ঘটবে, আপনি কালকের কথায় জানেন না। সকাল জানলেও রাতে কি ঘটবে জানেন না। তাই বেগম জিয়া বলেছিলেন আপনাদের মাপ করে দিলাম। আপনি আগামী সময় থাকবেন কিনা, জেলে থাকবেন কিনা, ভালো থাকবেন কিনা তা নির্ভর করছে খালেদা জিয়ার উপর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি