শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পথযাত্রা-গণসংযোগ কর্মসূচি দেবে ঐক্যফ্রন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই জনসভা থেকে ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় মিটিং, পথযাত্রা ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা আসতে পারে। তবে ঐক্যফ্রন্ট এখনই হরতাল ও অবরোধের মত কঠোর কর্মসূচিতে যেতে চাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত দাবি আদায় সম্ভব না হলে হরতাল ও অবরোধের মত কঠোর কর্মসূচিতে যাবে তারা। ঐক্যফ্রন্টের একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে জনসভায় এসব কর্মসূচি ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সূত্রটি জানায়।

সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জায়গায় মিটিং, পথযাত্রা ও গণসংযোগে ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা দাবির ওপরে বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ। যাতে জনগণ ঐক্যফ্রন্টের দাবিগুলোর প্রতি সুস্পষ্ট ধারণা পায় এবং সরকারের অন্যায়ে বিরুদ্ধে সোচ্চার হয়।

সূত্রটি আরো জানায়, গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ওই সংলাপে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে আশ্বাস দিয়েছিলেন যে, বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরেও এটা অব্যাহত রয়েছে। তাই ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, জনসভায় ঘোষণা দেয়া হবে- যেখানেই গ্রেপ্তার, সেখানেই প্রতিরোধ।

এবিষয়ে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা থেকে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া সংলাপ ও আন্দোলন এক সাথে চলবে।

মির্জা ফখরুল বলেন, সংলাপের পরে এবং সরকারের ঘোষণা থাকা স্বত্বেও সারাদেশে যে গণগ্রেপ্তার চলছে এবং মিথ্যা মামলা প্রদান করা হচ্ছে- বৈঠক থেকে তার নিন্দা জানানো হয়েছে এবং মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী এই বৈঠকে ৭ নভেম্বর ২য় দফার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ এবং সংবিধান সংশোধন না করেই নির্বাচনের বিষয়ে আলোচনা হয় বলেও সূত্রটি জানায়। তবে এসব বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট জনসভা করেছে। সর্বশেষ চট্টগ্রামে জনসভা করেছে ঐক্যফ্রন্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি