শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফ্লোরিডায় ভোট পুনর্গণনা, ভোটচুরির অভিযোগ ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৮


ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে গভর্নর ও সিনেটর নির্বাচনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনেছেন।

সেখানকার সিনেটের প্রার্থী রিপাবলিকান গভর্নর রিক স্কটও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে তিনি এবং মার্কিন প্রেসিডেন্টের কেউই তাদের দাবির পক্ষে প্রমাণ হাজির করতে পারেননি।

গত বুধবারের ভোটে ফ্লোরিডায় রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের উভয় প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলাফলে মোট ভোটারের আধা শতাংশের কম ব্যবধান দেখা দিলে ভোট পুনর্গণনার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ফ্লোরিডার প্রিজাইডিং অফিসারের দায়িত্বরত সেক্রেটারি অব স্টেট কেন ডেজনার শনিবার এমনটি জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, জর্জিয়ার গভর্নর ও অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর পদসহ ফ্লোরিডার ভোটপুনর্গণনা শেষ হয়ে ফলাফল পেতে স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনি প্রক্রিয়া শেষ হয়ে বিজয়ীদের নাম ঘোষণা হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, ফ্লোরিডায় দুটি ভোটে ডেমোক্রেটরা চুরির চেষ্টা করছে, আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অপর এক টুইটে তিনি সেখানে ওয়াশিংটন থেকে আইনজীবী পাঠানোর কথাও বলেছেন।

এবারের ঘটনাকে ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটপুনর্গণনার নাটকীয়তার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেবার ডেমোক্রেটিক আল গোর এবং রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশ উভয়ের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগ তুলে ভোটপুনর্গণনার আবেদন জানান এবং তা শেষে জর্জ বুশকে বিজয়ী মেনে নেন আল গোর।

ফ্লোরিডার সিনেট আসনে গত বুধবারের ভোটের বেসরকারি ফলে দেখা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ দশমিক ১৫ শতাংশ ব্যবধানে প্রায় সাড়ে ১২ হাজার ভোট বেশি পেয়ে সদ্যবিদায়ী মার্কিন সিনেটর বিল নেলসনের চেয়ে এগিয়ে রয়েছেন সেখানকার রিপাবলিকান প্রার্থী রিক স্কট।

অন্যদিকে অঙ্গরাজ্যটির গভর্নর পদে রিপাবলিকান রন ডেসান্টিস ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু গিলামের চেয়ে দশমিক ৪১ শতাংশ ব্যবধানে ৩৩ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। এদিকে নিজেকে প্রথম আফ্রো-আমেরিকান গভর্নর হিসেবে ঘোষণা করেছেন অ্যান্ড্রু গিলাম।

এ ছাড়া অ্যারিজোনায় সিনেট নির্বাচনে দুই কংগ্রেসওম্যানের লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কিরস্টান সিনেমা রিপাবলিকান মার্থা ম্যাকসালির চেয়ে ২৩ হাজার ৯০০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

জর্জিয়ায় গভর্নর পদের নির্বাচনে রিপাবলিকান ব্রায়ান কেম্প বুধবার নিজেকে সামান্য ব্যবধানে বিজয়ী ঘোষণা করেছেন। সেখানকার ডেমোক্র্যাট প্রার্থী স্ট্যাসি আব্রামসের নির্বাচনী প্রচারণা দলের কর্মকর্তারা সব ভোট গণনা নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার পথ বেছে নেওয়ার কথা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি