শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চ্যম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ নকআউট পর্বে ওঠা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চয়তায় ছিল পিএসজি। তবে সব শঙ্কা উড়ে গেল এদিনসন কাভানি-নেইমার-কিলিয়ান এমবাপেদের দারুণ পারফরম্যান্সে। সার্বিয়ান ক্লাবের মাঠে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপে ৪-১ গোলে জেতে পিএসজি। রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে টমাস টুখেলের দল।

ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেওয়া কাভানির গোলটিতে মূল কৃতিত্ব ছিল এমবাপের। রাশিয়া বিশ্বকাপে গতিতে আলো ছড়ানো ফরাসি ফরোয়ার্ড বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ছোট ডি-বক্সে পাস দেন। বল ধরতে ঝাঁপিয়ে পড়েছিলেন গোলরক্ষক, পারেননি। অনায়াসে ফাঁকা জালে বল পাঠান উরুগুয়ের স্ট্রাইকার। ৪০তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে আড়াআড়ি এগিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আসরে এটা তার পঞ্চম গোল।

খেলার ধারার বিপরীতে ৫৬তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। ভলিতে বল ঠিকানায় পাঠান সার্বিয়ান ডিফেন্ডার মার্কো গোবেলিচ। ৭৭তম মিনিটে মার্কিনিয়োসের গোলে নকআউট পর্বের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় পিএসজির। আনহেল দি মারিয়ার বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে ব্যবধান আরও বাড়ান দলের প্রথম দুই গোলে অবদান রাখা এমবাপে।

ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া পিএসজির পয়েন্ট ১১। আর তিন জয়ে গ্রুপ রানার্সআপ লিভারপুলের পয়েন্ট ৯।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি