রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নতুন প্রজন্ম জামায়াত-রাজাকারকে ভোটের মাধ্যমে বর্জন করবে : রাইসুল ইসলাম আসাদ


নতুন প্রজন্ম জামায়াত-রাজাকারকে ভোটের মাধ্যমে বর্জন করবে : রাইসুল ইসলাম আসাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ গেরিলা মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ বলেছেন, এবারের নির্বাচনে নতুন প্রজন্মকে বুঝাতে হবে তারা কি রাজাকার- জামায়াতকে ভোটদিয়ে ক্ষমতায় আনবে নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে। রোববার রাতে নিউজ৪ এর এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, একাত্তরের সেই ঘাতকের দল জামায়াতে ইসলামীর হাতে বিএনপি আজ ধানের শীষ তুলে দিলো। এর সাথে আছে ড. কামাল, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব এবং কাদেরর সিদ্দিকির মতো মুক্তিযোদ্ধারা।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের কারণে আজ আমার একটা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু দীর্ঘ ২১ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছ থেকে দুরে রাখা হয়েছে। মানুষ প্রকাশ্যে ‘জয় বাংলা’ বলতে পারেনি, বঙ্গবন্ধুর কথাই ভুলিয়ে দেয়া হয়েছিলো। যুদ্ধ এখনো চলছে, যতদিন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের সকল চাওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। আজ আমরা স্বাধীনতার এতো বছর পরেও জামায়াতের অপকর্ম, হত্যাদি, নির্যাতনের কথা শহীদ মিনারে বলতে না পারলে কোথায় বলবো।

তিনি জানান, বাংলাদেশের কয়েকটা জেনারেশনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। আর আমাদের দেশের মানুষে ধর্মান্ধতার প্রতি ভয় আর এর ধেকেই জামায়াতের মতো ধর্মভিত্বিক দলগুলো কিছুটা সুবিধা পাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি