রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তারুণ্যের শক্তি ব্যবহার করতে না পারলে রাষ্ট্র ও সমাজ অগ্রসর হতে পারে না : ড. রেজোয়ান সিদ্দিকী


তারুণ্যের শক্তি ব্যবহার করতে না পারলে রাষ্ট্র ও সমাজ অগ্রসর হতে পারে না : ড. রেজোয়ান সিদ্দিকী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী বলেছেন, রাজনৈতিক দলগুলো সঠিক চিন্তা করেছেন, যে এবার তারুণ্যকে প্রাধান্য দিতে হবে। সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি ভোটার তরুণ, তাদের নিয়ে সুনির্দিষ্টভাবে যে চিন্তা করছে এদের নিয়ে কিছু এক করা উচিত বলে ভাবছে রাজনৈতিক দলগুলো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি ঠিক যে তারুণ্যের শক্তির কোনো সন্দেহ নেই। তারুণ্যের শক্তিকে যদি ব্যবহার করতে না পারেন কোনো সমাজে, তাহলে সে রাষ্ট্র ও সমাজ অগ্রসর হতে পারে না।

রেজোয়ান সিদ্দিকী বলেন, তারুণ্য কী চায়? সুষ্ঠু পরিবেশে লেখা-পড়া করে তারপরে যেন কর্মসংস্থান হয়। কর্মসংস্থানের দুটো দিক, একটি সরকারি আরেকটি বেসরকারি। কিন্তু সাম্প্রতিক সময়ে এখন সরকারি চাকুরি ছাড়া আকর্ষণীয় চাকুরি নেই এই মুর্হুতে। যার কারণে সরকারি চাকুরির দিকে ঝুঁকে চাকুরি প্রার্থীরা। সরকারি ও বেসরকারি চাকুরির সুযোগ সুবিধা এক ধরনেরা হয়, তাহলে চাকুরির জন্য এতো তদবির করার দরকার ছিলো না।

তিনি বলেন, বর্তমানে দেশে ৪ কোটি লোক বেকার। রাজনৈতিক কোনো দল প্রতিজ্ঞা করেননি যে দেশের সকল বেকারদের চাকুরি দেবে। কিন্তু আগামী ৫ বছরের মধ্যে অনেকেই চাকরি প্রার্থী হিসেবে চলে আসবে। তার জন্য খাতের পরিবর্তন করতে হবে। চাকুরি তৈরি কারার জন্য বিনিয়োগ দরকার। ফলে চাকরির যে চাহিদা রয়েছে তা অনেকটা পূরণ হয়ে আসবে এবং নতুন যারা আছেন তারাও কর্ম সংস্থানের কথা ভাবতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি