রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আলী রীয়াজের প্রশ্ন, বন্ধ করা অ্যাকাউন্ট বিষয়ে সরকার কী ব্যবস্থা নেবে


আলী রীয়াজের প্রশ্ন, বন্ধ করা অ্যাকাউন্ট বিষয়ে সরকার কী ব্যবস্থা নেবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ  যুক্তরাষ্ট্রের ‘ইলিয়ন স্টেট ইউনিভার্সিটি’র অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিভ্রান্তিকর তথ্য এবং ফেক বা ভুয়া নিউজ প্রচার করছে এমন ধরনের সন্দেহের কারণে ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের অভ্যন্তরের ৬টি অ্যাকাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দেওয়ার পরপরই টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে।

বলা হচ্ছে, এসব অ্যাকাউন্ট ‘সমন্বিতভাবে এই প্লাটফর্মকে তাদের স্বার্থে অপব্যবহার করার চেষ্টা করছিল’। উভয় কর্তৃপক্ষ বলেছে, এসব অ্যাকাউন্ট নিয়ে তাদের তদন্ত অব্যাহত আছে। সংখ্যার বিবেচনায় এগুলো অত্যন্ত কম, কিন্তু এগুলোই যে সব আমরা তা কখনোই নিশ্চিত হতে পারব না।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, উভয় ক্ষেত্রেই এই অ্যাকাউন্টগুলোর পেছনে রাষ্ট্রীয় মদদের কথাই বলা হয়েছে। ইংরেজিতে ব্যবহৃত বিশেষণগুলো হচ্ছে ‘লিঙ্কড টু স্টেট অ্যাক্টরস’ ও ‘স্টেট-স্পনসরড’। এটিকে কেবল কতিপয় অত্যুৎসাহী সরকার সমর্থকের কাজ বলে যে ফেসবুক এবং টুইটার মনে করছে না, সেটা কোনো অবস্থাতেই ছোট করে দেখার সুযোগ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি