রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনী সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ বাংলাদেশে নির্বাচনী সহিংসতা এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক এই উদ্বেগের কথা জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে ডুজারিককে প্রশ্ন করা হয় যে, বাংলাদেশে বিরোধী প্রার্থী ও সমর্থকদের ওপর দমন পীড়ন চলছে। যখন বিধি ব্যবহার করে বিরোধী প্রার্থীদের অযোগ্য করা হচ্ছে, তখন বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে বলে আপনি মনে করেন কিনা? জবাবে ডুজারিক বলেন, আমরা নির্বাচনী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। নির্বাচনী সহিংসতা ও বিরোধীদের আটকের খবরে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা এর অংশীজনদের আহ্বান জানাচ্ছি। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা বাহিনীর কাজ হলো সব প্রার্থীর জন্য অবাধ ও নিরঙ্কুশ প্রচারণা নিশ্চিত করা।

বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরও আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের যথাযথ সহায়তা দেওয়া উচিত যাতে তারা এই প্রক্রিয়ায় যথাযথভাবে দায়িত্বপালন করতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি