রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় যুক্তরাষ্ট্রের ‘অসন্তোষ’


নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় যুক্তরাষ্ট্রের ‘অসন্তোষ’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ বাংলাদেশের আসন্ন নির্বাচনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন(আনফ্রেল) এর পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন(আনফ্রেল) এর পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দেয়া বিবৃতিতে এ মন্তব্য করা হয়। সংস্থাটিকে অর্থায়ন করে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে আনফ্রেলের পর্যবেক্ষকদের প্রয়োজনীয় ডকুমেন্ট ও ভিসা দিতে বাংলাদেশ সরকারের অসমর্থতায় যুক্তরাষ্ট্র হতাশ।’

বিবৃতিতে জানানো হয়, ভিসা সময়মতো না দেয়ায় আনফ্রেল ৩০ শে ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে। সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সিটিউটের মাধ্যমে অর্থায়ন করে যুক্তরাষ্ট্র।

নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় এনজিওদের সমন্বয়ে গঠিত ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপে’র কর্মীদের অনুমতি দেয়ারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংস্থাটিকে অর্থায়ন করে মার্কিন সংস্থা ইউএসএআইডি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি