রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভিসা জটিলতায় সফর বাতিল করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা


ভিসা জটিলতায় সফর বাতিল করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ  একাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণে আসার কথা থাকলেও ভিসা জটিলতায় সেই সফর বাতিল করেছে আন্তর্জাতিক পর্যবক্ষেক সংস্থা। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সময়মতো আবেদন করেও ভিসা পাননি। র্পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় বাংলাদেশ সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলছে, নির্বাচনে সবদলের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতকরণ ও সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতি সমুন্নিত রাখার আহ্বান জানায় মার্কিন প্রশাসন। ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে সময়মতো ভিসা দিতে অপারগতা প্রকাশ করায় পর্যবেক্ষক দল তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি