রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভোটকেন্দ্রের ছবি-ভিডিও করতে প্রিসাইডিং অফিসারের অনুমতি লাগবে: ইসি


ভোটকেন্দ্রের ছবি-ভিডিও করতে প্রিসাইডিং অফিসারের অনুমতি লাগবে: ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮


ডেক্স রিপোর্টঃ প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের ছবি বা ভিডিও করা যাবে, এমন বিধি রেখে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার রাতে নির্বাচন কমিশন এ সংক্রান্ত এক নীতিমালা প্রকাশ করে।

এর আগে গত ১৪ ডিসেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তার আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক সভা থেকেও সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করার প্রস্তাব আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি