রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একদিনে ট্রাফিক পুলিশের ৩৭ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৬০৯ টি মামলা ও ৩৭ লাখ ৪৬ হাজার ১৬৭ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৬০৯ টি মামলা ও ৩৭ লাখ ৪৬ হাজার ১৬৭ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩০টি গাড়ি ডাম্পিং ও ৬৬৫টি গাড়ি রেকার করা হয়। রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চলে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮২০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৩৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩ টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। ট্রাফিক আইন অমান্য করার কারণে ২০৪২টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯১ টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৫ টি মামলা দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি