রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জামায়াতের কেউ বিএনপির হয়ে নমিনেশন চাননি : এম কে রহমান


জামায়াতের কেউ বিএনপির হয়ে নমিনেশন চাননি : এম কে রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেছেন, অধ্যাপক আবু সাঈদ ও ড. রেজা কিবরিয়া গণফোরামে এবং গোলাম মওলা রনি বিএনপিতে জয়েন করেছেন, কিন্তু জামায়াতের ২২ জন প্রার্থীর কেউ বিএনপিতে জয়েন করেননি। তারা কেউ বিএনপির কাছে বিএনপির হয়ে নমিনেশন চাননি। তারা ২০ দলীয় শরীক হিসেবে নমিনেশন চেয়েছেন।

রোববার ডিবিসি নিউজ’র রাজকাহনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাইকোর্ট ইনটারফেয়ার করলে সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে, অন্য কেউ পারে না। হাইকোর্ট যদি দেখে যে, কোনো প্রার্থী আইনের ফাঁকফোকর দিয়ে নমিনেশন ভ্যালিড করে নিয়েছেন, বিষয়টি হাইকোর্টে প্লেস করা হলে হাইকোর্টও দেখতে পারেন। এখনো তো নির্বাচন শুরু হয়ে যায়নি।

তিনি আরো বলেন, সবাই জানে, জামায়াত আনরেজিস্টার্ড। তারা নির্বাচন করতে পারবেন কি পারবেন না বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। এ পর্যায়ে ইলেকশন কমিশন বললেন, তারা কিছু করতে পারেন না। তাহলে আমরা সবাই মিলে কী করলাম? আমরা কি একটি স্বাধীনতাবিরোধী দলকে স্বীকৃতি দিলাম!

এম কে রহমান বলেন, কোন অবৈধ বিষয় কখনো বৈধ হতে পারে না। একজন অযোগ্য প্রার্থী কখনো ইলেকশন করতে পারে না। অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য একজন অবৈধ প্রার্থীকে নমিশন দেয়া যেতে পারে না, প্রয়োজনে ঐ আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্য কেউ নির্বাচিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি