রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে সেনাবাহিনী : শাহাদাত হোসেন চৌধুরী


বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে সেনাবাহিনী : শাহাদাত হোসেন চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ নির্বাচন কমিশনের সদস্য শাহাদাত হোসেন চৌধুরী বলেন , বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য সোমবার মধ্যরাত থেকেই সেনাবাহিনী নেমেছে। ঢাকাসহ প্রত্যেকটি উপজেলায় কাজ শুরু করবেন সেনাবাহিনী। মূলত বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সেনাবাহিনী। সোমবার বিবিসি নিউজে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী নামাতে নির্বাচনি পরিবেশ ভালো হবে। সেনাবাহিনী তাদের সামর্থ অনুযায়ী যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ লোকবল নিয়ে কাজ করবে। তারা ইভিএমের ৬ টি কেন্দ্রে কারিগরি সহায়তা দিবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন সেনাবাহিনীর থাকবেন। এমন কোনো পরিবেশ যদি সৃষ্টি হয়, বেসামরিক প্রশাসন সামাল দিতে ব্যথর্, তখন সেনাবাহিনীকে তলব করা হবে। রিটারনিং কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনী কাজ করবে। তিনি আরো বলেন, আজ সেনাবাহিনী নামার পর নির্বাচনের পরিবেশ অনেক ভালে হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি