মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ রাতেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

ফের একবার রক্তের মত লাল রঙের চাঁদ দেখবে পৃথিবী। রবিবার রাতে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অর্থাত্‍ সূর্য ও চন্দ্রের ঠিক মাঝখান চলে আসবে পৃথিবী। ফলে ঢেকে যাবে চাঁদ। সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারবে না।

রবিবার রাত ১১ টা ৪১ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। সোমবার সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত চলবে।

এরপর পৃথিবীপৃষ্ঠ থেকে আলো চাঁদের অন্ধকার জায়গায় গিয়ে পড়বে ফলে একটা লাল আভা দেখা যাবে। নীল ও বেগুনী রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে। এই মহাজাগতিক ঘটনার নামই ‘সুপার ব্লাড মুন’।

পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে এই গ্রহণের শুরু দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণ ৬২ মিনিট ধরে চললেও সম্পূর্ণ গ্রহণটি চলবে ৩ ঘণ্টা ৩০ মিনিট ধরে। আমেরিকা, পশ্চিম ইউরোপ আর আফ্রিকা থেকেও এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে।

তবে বাংলাদেশ বা এশিয়ার কোনো দেশ থেকে এ দৃশ্য দেখা যাবে না। এর আগে ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি