সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ঘুরে দাঁড়িয়েছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান


ঘুরে দাঁড়িয়েছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। টেস্ট সিরিজের দলটি যেন হঠাৎ করে চাঙ্গা হয়ে উঠল।

তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি প্রথম ওয়ানডে জিতল।

এদিন ৫ উইকেটের দারুণ জয়ে নিজেদের জাত চেনালেন সরফরাজ আহমেদের দল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন তারা।

পোর্ট এলিজাবেথে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা।

হাশিম আমলার সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬৬ রান তোলেন প্রোটিয়ারা।

অভিষেকে চমক দেখিয়েছেন রাসে ভ্যান ডার ডুসেন। তবে সেঞ্চুরির খাতায় নাম লেখাতে পারেননি তিনি। ৯৩ রানে হাসান আলীর বলে আউট হন।

এদিকে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি করে ১০৮ রানে অপরাজিত থাকেন হাশিম আমলা।

জবাবে ২৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে পাকিস্তান।

ব্যাটসম্যানদের বড় পার্টনারশিপের ওপর ভর করে পাঁচ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী পাকিস্তান।

উদ্বোধনীতে ইমামের সঙ্গে ফখর জামান ৪৫ রানের জুটির পর ইমামের সঙ্গ দেন বাবর আজম।

রেজা হেনড্রিকসের বলে বাবর আজম ৪৯ রান করে সাজঘরে ফিরে গেলে হাফিজের সঙ্গে জুটি গড়েন ইমার।

দলীয় সর্বোচ্চ ৮৬ রানে ফেরেন ইমাম। ১০১ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংস সাজান এ বাঁহাতি। শেষ দিকে অপরাজিত থেকেই দলকে জেতান অভিজ্ঞ ব্যাটসম্যান হাফিজ।

তার ৬৩ বলের ইনিংসে ছিল ৮টি চার ও দুটি ছক্কা। ৭১ রান করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি