শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাষ্ট্রীয় ৯ ব্যাংকের সুদহারে ‘শুভঙ্করের ফাঁকি’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত খাতের নয়টি ব্যাংকে ঋণ ও আমানতের সুদহারে চলছে শুভঙ্করের ফাঁকি। ব্যাংকগুলোতে সুদহারের বিষয়ে নতুন নির্দেশনা এলেও ঋণে গ্রাহককে এখনও গুনতে হচ্ছে দুই অঙ্কের সুদহার। বিপরীতে এসব ব্যাংক থেকে গ্রাহকদের আমানতে সুদহার দেওয়া হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর ব্যাংক মালিকদের সংগঠন- বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস) সভা করে সিদ্ধান্ত নেয় ঋণ ও আমানতে সুদহার সিঙ্গেল ডিজিটে আনা হবে। এক্ষেত্রে ঋণের সুদহার হবে সর্বোচ্চ নয় শতাংশ ও আমানতে ৬ শতাংশ। এটি কার্যকর হওয়ার কথা ছিল ২০১৮ সালের পহেলা জুলাই থেকেই। কিন্তু এমন সিদ্ধান্ত পরিপালনে ব্যর্থ হয় অধিকাংশ ব্যাংক। সময়ক্ষেপণ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এক্ষেত্রে কিছুটা ভালো উদ্যোগ নিলেও রয়েই যায় আমানতে গ্রাহক ঠকানো। অর্থাৎ তড়িঘড়ি করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো অধিকাংশক্ষেত্রে ঋণের সুদহার ৯ শতাংশ এনে প্রজ্ঞাপন জারি করলেও বড় পরিসরে কমিয়ে দেয় আমানতের সুদহার। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণে সুদহার কাটায় কাটায় ৯ শতাংশ ঠিক করার ক্ষেত্রেও রয়েছে আই ওয়াশ। অর্থাৎ ৯ শতাংশ সুদহারে ঋণ গ্রহণ করলেই যে কাউকে গুনতে হয় ১১ থেকে ১২ বা তারও বেশি শতাংশ হারে সুদহার। কারণ এক্ষেত্রে সার্ভিস চার্জসহ লুকায়িত কিছু চার্জ যোগ করে ব্যাংকগুলো। এমন ফাঁকির সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু ব্যাংক প্রজ্ঞাপনের মাধ্যমে ফাঁকি দিচ্ছে গ্রাহককে। অর্থাৎ সুদহার পুনর্র্নিধারণ নিয়ে ‘শর্ত প্রযোজ্য’ ধরনের প্রজ্ঞাপন দিয়েছে কিছু ব্যাংক। এ ধরনের প্রজ্ঞাপন পড়ে একজন সাধারণ গ্রাহক কখনোই বুঝবেন না যে, বেশকিছু ঋণে সুদের হার এখনও দুই অঙ্কের ঘরেই রয়ে গেছে। এ ধরনের ফাঁকি রয়েছে রূপালী ও বেসিক ব্যাংকের প্রজ্ঞাপনে। আর সোনালী, অগ্রণী, বিডিবিএল, রাকাব (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ও প্রবাসী কল্যাণ ব্যাংকের কিছু ঋণের সুদহার এখনও ‘খালি চোখেই’ ৯ শতাংশের বেশি। অর্থাৎ আরও চার্জ যোগ হলে, এসব ঋণে সুদহার আরও বেশি হবে।

এ ব্যাপারে শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ দৈনিক জাগরণকে বলেন, ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনা এবং আমানতের সুদহার ছয় শতাংশে রাখার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে প্রতিনিয়ত কাজ করছে।

সোনালী ব্যাংক : রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক খাতের সোনালী ব্যাংক ২০১৮ সালের ২০ আগস্ট জারি করা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণের সুদহার পুনর্র্নিধারণ করেছে। ওই প্রজ্ঞাপনে অধিকাংশ ঋণের সুদহার নির্ধারণ করেছে ৯ শতাংশ। ব্যাংকটিতে ভোগ্যপণ্য বা পার্সোনাল ঋণে সুদহার ১৩ শতাংশ। আর ক্রেডিট কার্ডে ব্যাংকটি এখনও নিচ্ছে ১৪ শতাংশ সুদ। সোনালী ব্যাংক আমানতেও কিছুটা (দশমিক ২৫ শতাংশ হারে) সুদহার বাড়িয়েছে।

জনতা ব্যাংক : জনতা ব্যাংক তাদের প্রায় সবগুলো ঋণে সুদহার পুনর্র্নিধারণ করেছে ৯ শতাংশ হারে। তবে সার্ভিস চার্জসহ এ সুদহার দুই অঙ্কে গিয়ে ঠেকছে। ব্যাংকটিতে আমানতে ৬ শতাংশ সুদহার মানা হচ্ছে না।

অগ্রণী ব্যাংক : রাষ্ট্রীয় মালিকানাধীন অপর বাণিজ্যিক খাতের অগ্রণী ব্যাংকের কয়েকটি আমানতের সুদহার ৬ শতাংশেরও বেশি। আর ঋণের ক্ষেত্রে পার্সোনাল (ব্যক্তিগত) ও অ্যানি পারপাস লোনের (যেকোনো উদ্দেশে ঋণ) সুদহার ১২ দশমিক ৫০ শতাংশ। অন্যান্য ঋণের সুদহার ৯ শতাংশ বা এর কম।

রূপালী ব্যাংক : সুদহারে এক রকম ফাঁকি রয়েছে রূপালী ব্যাংকে। ব্যাংকটিতে কয়েকটি ঋণের সুদহার পুনর্র্নিধারণ করে ৯ শতাংশ করা হলেও বাদবাকি অধিকাংশ ঋণের ক্ষেত্রেই সুদহার রয়ে গেছে দুই অঙ্কের ঘরে। এক্ষেত্রে বাণিজ্যিক গৃহ নির্মাণে ১১ শতাংশ, ওভার ড্রাফট ও অন্যান্য, বাণিজ্যিক বা সাধারণ বা ব্যক্তিগত বা প্রফেশনাল ঋণে ১৩ শতাংশ, ব্যক্তি পর্যায়ের কার লোনে ১৩ শতাংশ, ৫০ লাখ টাকার বেশি এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ঋণে ১১ শতাংশ, এলএটিআর (লোন এগেইনেস্ট ট্রাস্ট রিসিপ্ট- বিশ্বাসের ভিত্তিতে ঋণ) ঋণে ১৩ শতাংশ, একসেপ্টেড বিলের বিপরীতে সৃষ্ট ফোর্সড ঋণে ১৪ শতাংশ, নগদ সহায়তার বিপরীতে অগ্রীমে ১৩ শতাংশ ও আইবিপি’র (ইনল্যান্ড বিল পারচেজ) ক্ষেত্রে নেওয়া হচ্ছে ১২ শতাংশ হারে অর্থ।

বেসিক : বেসিক (বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড)ঋণে সুদহার পুনর্র্নিধারণে প্রজ্ঞাপনের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি দেখিয়েছে। ব্যাংকটিতে এখনও ব্যক্তিগতসহ আরও কিছু ঋণে সুদহার এখনও ৯ শতাংশের বেশি। ব্যাংকটি একইসঙ্গে প্রজ্ঞাপনে ঋণের সুদহার সময় সময় পরিবর্তনযোগ্য বলেও জানিয়েছে। এ ধরনের টার্মে ঋণগ্রহীতারা অধিকাংশ সময়ই হয়রানির শিকার হন।

বিডিবিএল : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল)বেশকিছু ঋণে সুদহার এখনও দুই অঙ্কের ঘরে। ব্যাংকটিতে সেবা ও শিল্প খাতের প্রকল্প ঋণ এখনও বিতরণ হচ্ছে ১০ শতাংশ সুদহারে। এছাড়া ব্যক্তিগত ঋণ বা চাকরিজীবীদের জন্য বিশেষ ঋণ বিতরণ করা হচ্ছে ১২ শতাংশ সুদহারে।

কৃষি ব্যাংক : কৃষি ব্যাংকও তাদের অধিকাংশ ঋণের সুদহার নির্ধারণ করেছে ৯ শতাংশ। এক্ষেত্রেও অন্যান্য চার্জসহ সুদহার দাঁড়াচ্ছে দুই অঙ্কের ঘরে। ব্যাংকটি অবশ্য কিছুক্ষেত্রে আমানতের সুদহার ৬ শতাংশেরও বেশি রেখেছে।

রাকাব : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কিছুক্ষেত্রে এখনও ঋণের সুদহার বেশি হারে নিচ্ছে। ব্যাংকটি এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত) ঋণের ক্ষেত্রে স্মল ইন্ডাস্ট্রিজের (ছোট কারখানা) ক্ষেত্রে ১৩ শতাংশ, মিডিয়াম ইন্ডাস্ট্রিজের (মধ্যম মানের কারখানা) ক্ষেত্রে ১৩ শতাংশ এবং নারী উদ্যোক্তাদের কাছ থেকে নিচ্ছে ১২ শতাংশ হারে অর্থ। কৃষিভিত্তিক খাদ্য প্রকিয়াজাতকরণেও নেওয়া হচ্ছে ১০ শতাংশ হারে সুদহার। এছাড়া ফিশ ভিলেজেস ক্রেডিট প্রোগ্রামের আওতায় ব্যাংকটি ঋণ দিচ্ছে ১৩ শতাংশ সুদহারে।

প্রবাসী কল্যাণ ব্যাংক : সম্প্রতি তফসিলি ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকটি আমানতে ৬ শতাংশ পর্যন্ত সুদহার প্রদান করলেও পুনর্বাসন ঋণে গ্রহণ করছে ১১ শতাংশ হারে সুদহার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি