শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেয়র পদে শাফিন ও ৮ কাউন্সিলরের প্রার্থিতা বাতিল।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে শনিবার রিটার্নিং কর্মকর্তা শাফিনের মনোনয়নপত্র বাতিল করেন। এছাড়া নানা কারণে আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন। ঢাকা উত্তর সিটির মেয়র ও ২০টি ওয়ার্ডে ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী হয়েছিলেন।

রিটার্নিং কর্মকর্তা পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

এছাড়া সাধারণ ওয়ার্ডে ১৬৭ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ১৬০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থীর মধ্যে একজনের বাতিল হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি