রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আরও ১৩ বছরের কারাদণ্ড লুলার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে আরও ১২ বছর ১১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ব্যাপকহারে দুর্নীতির অভিযোগে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাজিলের একটি আদালত এ রায় দিয়েছে।

জানা গেছে, একটি কোম্পানিকে কাজ পাইয়ে দেয়ার জন্য ব্যাপকহারে দুর্নীতি করেছিলেন বলে অভিযুক্ত হয়েছেন লুলা। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে প্রায় ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাবেক এই প্রেসিডেন্ট সম্পদ সংক্রান্ত মামলায় ইতোমধ্যে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নতুন করে দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি