শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নাগরিকের নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা : ব্যরিস্টার সারা হোসেন


নাগরিকের নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা : ব্যরিস্টার সারা হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কের্টের আইনজীবী ব্যরিস্টার সারা হোসেন বলেছেন, দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সরকার তো ক্ষতিপূরণ দিবেই। জনগণ হিসেবে নুন্যতম অধিকার এটা একটা রাষ্ট্রের কাছে। এ নিয়ে কেনো ঢাক ঢোল পিঠানো হয়। ক্ষতিগ্রস্ত হলেই ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে যারা দায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। কয়েকদিন পর আমরা কেনো এরকম ভয়াবহ কাহিনীর সম্মুখীন হতে হয়। এর দায়ভার কর্তৃপক্ষ কি এড়াতে পারেন। তাহলে তাদের থেকে কেনো ক্ষতিপূরণ নেওয়া হয় না বা কেনো তাদের শাস্তি দেওয়া হয় না। এ রকম ঘটনা ঘটলেই ক্ষতিপূরণের কথা আসে কিন্তু কোন দুর্ঘটনা ঘটার আগে সব জায়গায় প্রতিরোধ ব্যবস্তা গ্রহণ কেনো করা হয় না।

তিনি বলেন, আমরা নিজেদের নিরাপত্তা কি দিতে পারি। রাষ্ট্র যে নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ তা আবার স্পষ্ট ভাবে প্রমাণ হলো। আমরা জাতীয়তাবাদের কথা বলি। আমরা কি জাতীয়বাদ হতে পেরেছি। জাতীয়তাবাদ মানেই রাষ্ট প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা দিবে।

চকবাজারের কাহিনী নিয়ে সরকারের প্রাক্তন শিল্পমন্ত্রী বলেন, এটা আমাদের ব্যর্থতা না, এই কারখানার যারা। একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে এ ধরণের বক্তব্য দেওয়া ঠিক হয় নাই। জনগণকে নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে নেওয়া উচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি