শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কি হতে পারে বিএনপির ভবিষ্যৎ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : বিএনপি এককালে রমরমা একটা রাজনৈতিক দল ছিল। এই দলের একটা উল্লেখযোগ্য অংশ ছিল মুসলিম লীগ, সুবিধাবাদী উগ্র বামপন্থি এবং ভারতবিরোধী লোকজন। এসব লোক জেনারেল জিয়াউর রহমান প্রবর্তিত জাতীয়তাবাদী পার্টি বিএনপিতে যোগ দিয়ে একটা বড় দল গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। বাংলাদেশে মার্শাল ল জারি করে, ইতিহাস বিকৃত করে জেনারেল জিয়া এবং পরবর্তী সময়ে তার পত্নী খালেদা জিয়া সব মিলিয়ে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ শাসন করেছেন।

তবে দীর্ঘ সময় দেশ শাসন করলেও দল হিসেবে বিএনপি কখনই কোনো মজবুত ভিত্তি পায়নি। ওদের একমাত্র ‘আদর্শ’ ছিল প্রতিবেশী ভারতের বিরুদ্ধে জনমত তৈরি করা।

ধর্মের নামে দেশে সাম্প্রদায়িকতা বিস্তার করা। জঙ্গিবাদ ও সন্ত্রাসের উত্থান ঘটানো।

তবে এসব তো কোনো সত্যিকারের আদর্শ নয়। সুবিধাবাদী রাজনীতিবিদ, নষ্ট বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধবিরোধী লোকরাই শুধু বিএনপির এই ভ্রষ্ট রাজনীতি আদর্শের নামে গ্রহণ করতে পারে। হয়েছেও তাই। আদর্শহীন রাজনীতি দিন দিন ক্ষয় পায়।

বিএনপির স্বৈরশাসনের ছত্রছায়ায় যে রাজনীতি ছিল, জনগণের দ্বারা স্বৈরশাসন প্রত্যাখ্যান হওয়ার পর সেই রাজনীতি প্রবল ধাক্কা খেয়েছে। বিএনপি ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে বাক্যবাগীশের দলে পরিণত হয়েছে। অনেক রাজনৈতিক ইস্যু পেয়েও তারা সেগুলো কাজে লাগাতে পারেনি।

তাদের ভাষায়, ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘কারচুপি’র নির্বাচন নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে গণশুনানির যে ফ্লপ নাটক চলছে, তা রাজনীতির বিচারে পরিহাস বললে বেশি বলা হয় না। এই গণশুনানিতে জনগণের অংশগ্রহণ নেই। দলের লোকজনও প্রায় অনুপস্থিত। ড. কামাল হোসেনের গণশুনানি অনুষ্ঠানে হলের বেশিরভাগ আসন খালি থাকে। যে দলটি এককালে ক্ষমতায় থাকাকালে বেশ রমরমা থাকত, সেই দলটি এখন ইস্যু পেয়েও আন্দোলন করতে পারে না। দলে আছে শুধু কিছু বাক্যবাগীশ নেতা। তারা শুধু হেন করেঙ্গা, তেন করেঙ্গা বলেন। খবরের কাগজে তাদের বক্তৃতার বিবরণী আসে।

বিএনপির সাংগঠনিক দুর্বলতা যে কতটা প্রকট, দেশের সচেতন লোকজন তা ঠিকই বুঝতে পারেন। বিএনপি, বিএনপির এজেন্সি নেওয়া ‘সুজন’, ‘গণস্বাস্থ্য কেন্দ্র’, টিআইবি সদাসর্বদা ১৪ দল ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লেগেই আছে। তা রাজনীতিতে এ রকমটা হতেই পারে। রাজনীতিতে বিরোধিতা করা রাজনীতির বেঁচে থাকার লক্ষণ বটে। তবে বিরোধিতার জন্য বিরোধিতা করা রাজনীতির জন্য মোটেও শুভ নয়। দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া বর্তমানে সর্বোচ্চ আদালত কর্তৃক দ-প্রাপ্ত হয়ে স্পেশাল জেলে বন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। দ্বিতীয় শীর্ষ নেতাও আদালত কর্তৃক দ-প্রাপ্ত। তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন।

এতে করে তার ব্যক্তিগত নিরাপত্তা মোটামুটি নিশ্চিত হয়েছে। কিন্তু লন্ডনে বসবাস করে কিছু কিছু ক্ষেত্রে নির্দেশনা দেওয়া যায়, একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শ করা যায়। ষড়যন্ত্রের ছক তৈরির চেষ্টা করা যায়, তবে এভাবে তো ক্রমেই ক্ষয় পেতে থাকা একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া যায় না। দলে খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাসের মতো কুশলী ও অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন। তাদের নেতৃত্বে দল ভেতর ও বাইরের দুর্বলতা কাটিয়ে ধীরক্রমে আবার একটা ভিত্তিও পেতে পারত। প্রসার লাভ করতে পারত। যেটা বিএনপিতে কোনোদিন হবে না। নেতা হিসেবে যাদের নাম উল্লেখিত হলো, তাদের কারো মধ্যে তো ‘রাজরক্ত’ নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সাধারণ নির্বাচনের সময় গণতন্ত্র পুনরুদ্ধারে ভীষণ ব্যস্ত হয়ে উঠেছিলেন। তার উচিত ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলার আগে নিজ দলে কতটা গণতন্ত্র আছে, তা ভেবে দেখা। মির্জা ফখরুল ধীরস্থির মানুষ। ভদ্র ও সজ্জন। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দুশমন না ভেবে ভাবা উচিত ছিল কীভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গৃহবধূর পর্যায় থেকে রাজনীতিতে এসে নেতৃত্বের বিচারে কতটা পরিণত ও ক্যারিশমাটিক হয়ে উঠেছেন। রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ বিএনপি বারবার পরাস্ত হচ্ছে শেখ হাসিনার কাছে, তার পরও যে মির্জা সাহেব কেন একই কথা বারবার বলেন, সে রহস্যের জট শুধু তিনিই উদঘাটন করতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্র দুই-ই দিয়েছেন। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রচর্চার বন্ধ দুয়ার অবারিত করেছেন।

অপরাধের দায়ে অভিযুক্ত হলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি পার্লামেন্টের সদস্যরাও রেহাই পান না। পুলিশের ওপর ঢালাও হুকুম আছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিচারের জন্য আদালতে সোপর্দ করার। বিএনপি আমলে অভিযুক্ত ও অপরাধীদের বিপক্ষে আইনের এ ধরনের প্রয়োগ ছিল না। ভাবাও যেত না।

ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ও জঙ্গি উত্থানের ঘটনা। ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে হত্যাকা-ের দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেওয়া। ২১ আগস্টের গ্রেনেডের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে লেটা চুকিয়ে দেওয়া।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব ও মেধাশূন্য করা।

ঠিক মুক্তিযুদ্ধে পরাজয় অনিবার্য জেনে পাকিস্তান বাহিনী যেমন জামায়াতে ইসলামী এবং এর অঙ্গসংগঠন ছাত্রশিবিরকে দিয়ে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার মতো ঘৃণিত ও জঘন্য হত্যাকা- ঘটিয়েছিল। বিএনপি নিজেদের অপকর্ম ভুলে যায়। শুধু রাজনীতিতে প্রতিপক্ষের কৃতিত্বের কাছে অসহায় হয়ে পড়লেই গণতন্ত্র পুনরুদ্ধারে ‘ব্যস্তসমস্ত’ হয়ে ওঠে। বিএনপি, তার সুজন বন্ধুরা, দু-একটা পত্রিকা যা-ই বলুক, গণতন্ত্রেরচর্চা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়। হচ্ছে। টেলিভিশনের টক শোগুলোতে বিচ্ছিন্ন কিছু ঘটনার জের ধরে আওয়ামী লীগ এবং সমমনা দল ও সরকারের বিরুদ্ধে যে রকম তিক্ত ভাষায় কথা বলা হয়, বিএনপি আমলে এ রকমটা কল্পনাও করা যায়নি।

তবু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান! লজ্জার মাথা খাওয়া আর কাকে বলে। বিএনপির রাজনীতি অর্ধেক খালি থাকা হলে গণশুনানির পর্যায়ে নেমেছে। নানা গুরুতর ভুলেভরা বিএনপির রাজনীতি। সবকিছু তো উল্লেখ করার স্পেস বা সময় নেই। শুধু উল্লেখ করা যায় দু-একটি ঘটনা। ক্ষমতায় থাকতে এনএসআইর ডিজিকে নিয়ে বিএনপির সেকেন্ড ইন কমান্ড কেন আবুধাবি নিয়ে প্রকাশ্যে এক বড় সন্ত্রাসবাদী নেতার সঙ্গে ‘শীর্ষ বৈঠক’ করতে গিয়েছিলেন? কেন ২১ আগস্টের মতো একটা ভয়াবহ গ্রেনেড হামলাকে নেপথ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল?

হাতে-পায়ে ধরে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে খালেদা জিয়ার জন্য পনেরো মিনিটের একটা অডিয়েন্স নিয়েও শেষ মুহূর্তে খালেদা জিয়া রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাননি।

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো মারা গেলে পুত্রহারা শোকাতুর মাকে সহানুভূতি ও সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন গুলশানের পার্টি অফিসে অবস্থান নেওয়া খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া দেখা করা দূরে থাক, প্রধানমন্ত্রী যাতে অফিসে ঢুকতে না পারেন, সেজন্য গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। বিএনপির একটা লোকও সাধারণ ভদ্রতাবশত প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা করতে যায়নি।

সৌজন্যবোধ হারানোর নাম গণতান্ত্রিক আচরণ নয়! ড. কামাল হোসেন গত নির্বাচনে আওয়ামী লীগ তথা চৌদ্দ দলের ভোট কারচুপি প্রমাণ করতে গণশুনানির আশ্রয় নিয়েছেন। হলের অর্ধেক ফাঁকা। ভোট কারচুপির তথ্যপ্রমাণ না দিয়ে গণবক্তৃতা চলছে।

জনগণ নাকি বিএনপি তথা ঐক্যফ্রন্টকেই ভোটে জয়ী করতে চেয়েছিল। ভোট ডাকাতির জন্য সেটা হতে পারেনি। ড. কামাল হোসেন একজন বিজ্ঞ লোক। তিনি কেন ভেবে দেখেন না বিএনপিকে জনগণ কেন ভোট দেবে? বিএনপি তো স্বাধীনতাবিরোধী জামায়াতের একই পরিবারভুক্ত দল। কথাটা আমার নয়। স্বয়ং তারেক রহমানের। দেশ দরিদ্র অবস্থা অতিক্রম করে উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে। এই উন্নয়নের একশ ভাগ শেখ হাসিনার আমলে। মানুষ এখন খেতে-পরতে পায়। ভাগ্যোন্নয়নের নানা দরজা খুলে গেছে তাদের সামনে। শূন্য অবস্থা থেকে মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছে বাংলাদেশ। এসবই শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে। বিএনপি-জামায়াতকে তা হলে কেন জনগণ ভোট দেবে? য় রাহাত খান : কথাশিল্পী ও সাংবাদিক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি