শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গ্যাসের দাম বাড়ানো হলে কর্মসূচি দেবে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : গ্যাসের দাম বাড়ানো হলে এর প্রতিবাদে কর্মসূচি দেবে বিএনপি এমনটাই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। রোববার (৩ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলে।

নোমান বলেন, এই সরকার তো শোষণের সরকার তার এর আগেও গ্যাসের দাম বাড়িয়েছে এখন আবার বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের দাম বাড়ানো মানে শিল্প থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রভাব পড়বে। এতে জনগণের ক্ষতি হবে। জনগণ সংকটে পরবে। আমি সরকারকে বলবো তারা যদি দেশের কথাভাবে জনগণের কথাভাবে তাহলে তাদের গ্যাসের দাম বাড়ানো উচিত হবে না। এরপর ও গ্যাসের দাম বাড়ালে বিএনপি এর প্রতিবাদে কর্মসূচি দেবে।

গণফোরামের দুই প্রার্থীর শপথের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ঐক্যফ্রন্টের দুই নেতা কি বলেছেন কোন বিষয় নয়, ঐক্যফ্রন্ট সম্মিলিতভাবে কি বলছে সেটাই দেখার বিষয়। এখানে দু জনের তেমন গুরুত্বপূর্ণ না যতোটুকু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত।

গণফোরামের মূল দায়িত্বে থাকা ড. কামাল হোসেন এবং ঐক্যফ্রন্টের কার্যক্রম প্রশ্ন বিদ্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্ভর করবে গণফোরামের সভাপতির বক্তব্যের উপর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি