শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টিতে ‘বঙ্গবন্ধু পিছিয়ে থাকলেও শেখ হাসিনা সফল : আফসান চৌধুরী


নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টিতে ‘বঙ্গবন্ধু পিছিয়ে থাকলেও শেখ হাসিনা সফল : আফসান চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেন, বর্তমান সরকার শুধু ক্ষমতায় অধিষ্ঠিত একটি দল নয়। সরকার এখন অনেকটাই ক্ষমতার বিভিন্ন উপাদানের একটা অংশ হয়ে গেছে। এই বিষয়টি হাসিনা সরকারের একটা বড় সাফল্যের অংশ। এখানেই শেখ হাসিনার একক কর্তৃত এবং নেতৃত্বের দক্ষতা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বঙ্গবন্ধুর সুসম্পর্ক না থাকলেও শেখ হাসিনা তা সৃষ্টি করতে পেড়েছে। তাই তার দল এবং তার শাসনের বিরুদ্ধে কার্যত কোন হুমকি নেই।

রোববার তিনি বলেন, ২০০৮ সাল থেকেই কোন বিরতি ছাড়া দেশ শাসন করছেন হাসিনা সরকার। যদিও তার সমালোচকরা বলেছেন যে, নির্বাচন ছিলো পাতানো। তবে পাতানো নির্বাচন হলেও নির্বাচ পরবর্তি সময় এখনও কোন রাজনৈতিক বিশৃঙ্খলা বা বিপর্যয় নেই। বিপর্যয় না থাকার কারণ হচ্ছে, সরকারি দলের একক শ্রেষ্ঠত্ব। কারণ দলটি এখন আগের যে কোন সময়ের চেয়ে প্রশাসনের অনেক কাছাকাছি।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা নির্বাসনে থাকতে বাধ্য হন। তবে পরবর্তিতে ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসেন। তখন থেকেই দলের দায়িত্ব নেন তিনি। অল্প সময়ের মধ্যে দলের ভেতরকার ভিন্নমতের ব্যক্তিদের থেকে মুক্ত হন, যারা সবাই ছিলেন তার সিনিয়র এবং বাবার সহকর্মী। কিন্তু কোনো ছিুই দলের জন্য হুমকি হতে পারেনি। তবে ঠিক হোক ভুল হোক শেখ হাসিনাই হয়ে যান সবকিছুর কর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি