শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কাদের আর খালেদার চিকিৎসা এক নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর খালেদা জিয়ার চিকিৎসা এক নয়। কারণ ওবায়দুল কাদের কারারুদ্ধ মানুষ নন; তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। তাই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারারুদ্ধ, তাই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাচ্ছে না। গতকাল সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দীপু মনি আরও বলেন, সেতুমন্ত্রী অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে। সাধারণ মানুষ যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যায় সেভাবেই পাঠানো হয়েছে।

খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দ-প্রাপ্ত ব্যক্তি। খালেদার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়। তাই তাকে বিদেশে পাঠানো যাচ্ছে না। তিনি আরও বলেন, খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতার ভালো চিকিৎসা যদি দেশে না হতো, তাহলে আদালতের নির্দেশেই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো। কারাগারে বেগম জিয়ার জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তার চাহিদা মতো দেওয়া হয়েছে ব্যক্তিগত লোক। দেশের ভিতরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসার জন্যও উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ বাদল প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি