শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চকবাজার অগ্নিকাণ্ডে নিখোঁজ বৃষ্টি-রোহানের মরদেহ শনাক্ত


চকবাজার অগ্নিকাণ্ডে নিখোঁজ বৃষ্টি-রোহানের মরদেহ শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার রাতে নিখোঁজ দুই শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি ও তানজিল হাসান খান রোহানের মরদেহ শনাক্ত করা হয়েছে।

তবে বৃষ্টির বান্ধবী রেহনুমা তাবাসসুম দোলার মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টার দিকে পু‌লি‌শের অপরাধ তদন্ত বিভাগ সংবাদ সম্মেলন ক‌রে ১১ মরদেহ শনা‌ক্তের খবর জানায়।

মরদেহগুলো ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ মর্গ থে‌কে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ১১ মরদেহের মধ্যে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র তানজিল হাসান খান রোহানের মরদেহ রয়েছে।

বৃষ্টি

গত ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টায় রাত ১০টা ৩১ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭১ জনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের ছয় মিনিট আগে রাত ১০টা ২৫ মিনিটে নন্দকুমার দত্ত গলিতে একটি ভিডিও ফুটেজে দেখা যায় দুই বান্ধবী বৃষ্টি দোলার। ওই গলিই এসে মিশেছে পুরান ঢাকার চুড়িহাট্টায়।

২৬ ফেব্রুয়ারি বৃষ্টি ও দোলার পরিবার ভিডিও ফুটেজটি দেখে। ভিডিও ফুটেজে দেখো গেছে, দুই বান্ধবী একটি রিকশায় করে যাচ্ছেন। হাসিমুখে দোলা কিছু একটা বলছেন বৃষ্টিকে। দুজনেরই কোলের ওপর ব্যাগ। পরনে শাড়ি।

অগ্নিকাণ্ডের ওই রাত থেকে দুই বান্ধবী নিখোঁজ ছিল।

উচ্চমাধ্যমিকের পর বৃষ্টি গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি হন। আর দোলা ভর্তি হন আইন বিভাগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে। দোলার বাসা পুরান ঢাকার আমতলীতে। বৃষ্টির বাসা পোস্তায়।

২০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান শেষে দুজনে বাড়ি যাচ্ছিলেন একই সঙ্গে।

রোহান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র তানজিল হাসান খান রোহান অগ্নিকাণ্ডের রাতে খেতে গিয়েছিলেন চকবাজার এলাকায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর আগে আগে বিকেল চারটার দিকে বাসা থেকে বের হন রোহান। পরে মোটরসাইকেলে করে ওয়াহেদ ম্যানসনের দিকে বন্ধুদের সঙ্গে যান তিনি।

রোহানের মোটরসাইকেলে ছিলেন আরাফাত। আরাফাতের মরদেহ আগেই পাওয়া যায়। বাকি তিনজন বেঁচে আছেন। ওই তিনজন ছিলেন আরেক মোটরসাইকেলে।

রোহানদের বাসা পুরান ঢাকার আগামসি লেনে। গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে।

নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ওয়াহেদ ম্যানশনে আগুনের সূত্রপাত হয়। এ আবাসিক ভবনটিতে রাসায়নিকের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি